Serialসিরিয়াল

সোনা রূপা চরিত্র দুটো আসার পরই অনুরাগের ভাগ্য খুলে যায় ৫২ উইক টপারের খেতাবও পায়!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে দেখা যায় যে বর্তমানে ইরা ট্র্যাকের শেষ হয়ে কাছাকাছি এসেছে সূর্য দীপা।

ঠিক কাছাকাছি এসেছে বললে ভুল বলা যাবে বলা যেতে পারে সূর্যের স্মৃতি ফিরে এসেছে এবং সূর্য দীপাকে প্রমিস করেছে সে আর কোনদিনও তাদের দুজনের মধ্যে খানে তৃতীয় ব্যক্তিকে আসতে দেবে না এই পর্ব দেখে দর্শক যখন একটু খুশি হবেন তখনই এই ধারাবাহিকের নতুন একটি প্রোমো দিয়েছে , যা দেখে রীতিমত মাথায় হাত পড়েছে দর্শকের।

ধারাবাহিকের নতুন প্রোমো তে দেখা যাচ্ছে, একটা ভয়ঙ্কর বন্যা সৃষ্টি হয়েছে সেই ভয়ঙ্কর বন্যার মধ্যে সূর্য কোলে সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে,তার হাত ধরে আছে রূপা আর রূপার হাত ধরে আছে দীপা।

এরপর জলের তোড় আর‌ও বাড়তে থাকলে সূর্যের হাত থেকে ফসকে চলে যায় রূপা! রূপা ভুল বোঝে তার বাবাকে, বলে আমায় তুমি ছেড়ে দিলে বাবা? ধারাবাহিকের এই প্রোমো দেখে স্পষ্ট এইবার ধারাবাহিক নতুন লিপ নেবে। বেশ কয়েক বছরের গ্যাপ নেবে এই ধারাবাহিক যেখানে দেখানো হবে যে দীপা মারা গেছে এবং সোনা আর রূপা বড় হয়ে গেছে।

কিন্তু এই প্রোমো দর্শকদের খুশি করতে পারেননি বরং দর্শক রেগে গেছেন। একই তো এই ধারাবাহিকে বিচ্ছেদ দেখতে দেখতে দর্শক বিরক্ত তারপর ছোট্ট সোনা রূপাকেও মিস করছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“আমাদের অনুরাগের ছোঁয়াতে সব চেয়ে কিউট এবং ইনোসেন্ট সদস্য সোনা আর রুপা..

সোনা রুপা চরিত্র দুটো আসার পরই অনুরাগের ভাগ্য খুলে যায় ৫২ উইক টপারের খেতাব ও পায়। সেই পাতা মেয়ে (রুপা) আর হিংসুকুটি(সোনা)কে আর দেখা যাবে না অনুরাগের ছোঁয়ায় আর মাত্র কয়েকটা পর্ব”

ঐ নেটিজেন আর‌ও লিখেছেন যে,“সোনা রুপাই ছিলো অনুরাগের প্রাণ যদিও সব চরিত্র গুরুত্বপূর্ণ… তবে সোনা রুপা ছাড়া অনুরাগ যেনো একটু বেশীই অসম্পূর্ণ…. সোনাকে যেভাবে প্রটেক্ট করতো রুপা,মায়ের ভরসা,বাবার তেজি মেয়ে ছিলো। আর আমাদের সোনা মায়ের মতোই,শান্ত স্নিগ্ধ… শিগগিরই বিদেয় নিচ্ছে…সোনা রুপা…”

Shares:

Related Posts

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জানুয়ারি ফুল এপিসোড অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
Serial

অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব-15-জানুয়ারি-ফুল-এপিসোড-অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব

অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল, স্টার জলসা সিরিয়াল আজকের পর্ব অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড, অনুরাগের ছোঁয়া
Serial

NEW POST : অনুরাগের ছোঁয়া, হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পর্ণার

এসে গেল আরও একটি বৃহস্পতিবার। আর দিনটিতেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয়। কোন ধারাবাহিক প্রথম পাঁচ থেকে ছিটকে গেল বা কোন সিরিয়ালের ভাগ্যের চাকা ঘুরল তারই বিচার হয় লক্ষ্মীবারে। নম্বরের
Serial

অনুরাগের পর সর্বোচ্চ টিআরপি দেওয়া সিরিয়াল নিম তাই তাকে দূর্বল ভাবা বোকামি!-নিম ভার্সেস উড়ান টক্কর

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। বরাবর এই ধারাবাহিক টি আর পিতে ভালো ফল করেছে, কিন্তু সম্প্রতি এই ধারাবাহিককে নিয়ে প্রতিপক্ষ চ্যানেলের কিছু ভক্তদের সাথে ঝামেলা বেঁধেছে। প্রতিপক্ষ চ্যানেলের
Serial

রাতে শুটিং সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা! এখন কেমন আছেন কথা সিরিয়ালের A V?

শুক্রবার রাতে শুটিং সেরে অ্যাপ ক্যাবে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। শুক্রবার শহরের রাজপথে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙেন এক বাইক