নতুন সপ্তাহের শুরুতেই এশিয়ার সবকটি বড় বড় শেয়ার বাজারের সূচক ছিল নিম্নমুখী। এই আবহে ভারতেও শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই হু হু করে পতন হয় সেনসেক্সের। ইজরায়েলের ওপর ইরানের হামলা এবং ইজরায়েলের প্রত্যাঘাতের আশঙ্কা থেকেই শেয়ার বাজারে এই পতন বলে অনুমান করা হচ্ছে।
আজ বম্বে স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার ১৫ মিনিটেই সেনসেক্স ৮০০ পয়েন্ট বা ০.৮৬% কমে ৭৩,৪৬৮.৭০ পয়েন্টে গিয়ে ঠেকে। এদিকে নিফটি৫০ পড়ে যায় ১৯০ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ। এর জেরে নিফটি৫০ গিয়ে ২২,৩০০ পয়েন্টে ঠেকে। এই আবহে বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত সকল সংস্থার সম্মিলিন বাজার মূলধন প্রায় ৫ লাখ কোটি টাকা কমে যায় ১৫ মিনিটেই।
আজ বম্বে স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার ১৫ মিনিটেই সেনসেক্স ৮০০ পয়েন্ট বা ০.৮৬% কমে ৭৩,৪৬৮.৭০ পয়েন্টে গিয়ে ঠেকে। এদিকে নিফটি৫০ পড়ে যায় ১৯০ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ। এর জেরে নিফটি৫০ গিয়ে ২২,৩০০ পয়েন্টে ঠেকে। এই আবহে বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত সকল সংস্থার সম্মিলিন বাজার মূলধন প্রায় ৫ লাখ কোটি টাকা কমে যায় ১৫ মিনিটেই।
গুগল নিউজে আমাদের পড়ুন
আজকের সকালের এই ঝোড়ো ধসের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সকল সংস্থার সম্মিলিত বাজার মূলধন গিয়ে ঠেকে ৩৯৪.৬৮ লাখ কোটি টাকায়। আজ শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই সবথেকে বেশি পতন হয় সরকারি ব্যাঙ্ক, রিয়েলটি এবং মিডিয়ার শেয়ার দরে। এছাড়া নিফটি অটো, ফিনান্সিয়াল, মেটাল, ফার্মা এবং জ্বালানি সংস্থাগুলির শেয়ারের দামও ১ থেকে ২ শতাংশ নীচে নামে।
2/4 আজকের সকালের এই ঝোড়ো ধসের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সকল সংস্থার সম্মিলিত বাজার মূলধন গিয়ে ঠেকে ৩৯৪.৬৮ লাখ কোটি টাকায়। আজ শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই সবথেকে বেশি পতন হয় সরকারি ব্যাঙ্ক, রিয়েলটি এবং মিডিয়ার শেয়ার দরে। এছাড়া নিফটি অটো, ফিনান্সিয়াল, মেটাল, ফার্মা এবং জ্বালানি সংস্থাগুলির শেয়ারের দামও ১ থেকে ২ শতাংশ নীচে নামে।
গুগল নিউজে আমাদের পড়ুন
এদিকে প্রাথমিক ধসের পর সেনসেক্স কিছুটা সামলে ওঠে। এই আবহে সকাল পৌনে ১১টা নাগাদ সেনসেক্স ৭৩,৭৭৩.০৭ পয়েন্টে দাঁড়িয়ে ছিল। গত সেশনের তুলনায় যা প্রায় ৫০০ পয়েন্ট নীচে। তবে আজকের সর্বনিম্ন বিন্দু থেকে তা প্রায় ৩০০ পয়েন্ট ওপরে। এদিকে বেলা গড়াতেই নিফটিও কিছুটা ঘুরে দাঁড়ায়। পৌনে ১১টা নাগাদ নিফটি৫০ ছিল ২২,৩৮১.৬৫ পয়েন্টে। গত সেশনের তুলনায় যা ১৩৭.৮৫ পয়েন্ট নীচে। অর্থাৎ, আজকের সর্বনিম্ন বিন্দু থেকে তা প্রায় ৫০ পয়েন্ট ওপরে। এদিকে প্রাথমিক ধসের পর সেনসেক্স কিছুটা সামলে ওঠে। এই আবহে সকাল পৌনে ১১টা নাগাদ সেনসেক্স ৭৩,৭৭৩.০৭ পয়েন্টে দাঁড়িয়ে ছিল। গত সেশনের তুলনায় যা প্রায় ৫০০ পয়েন্ট নীচে। তবে আজকের সর্বনিম্ন বিন্দু থেকে তা প্রায় ৩০০ পয়েন্ট ওপরে। এদিকে বেলা গড়াতেই নিফটিও কিছুটা ঘুরে দাঁড়ায়। পৌনে ১১টা নাগাদ নিফটি৫০ ছিল ২২,৩৮১.৬৫ পয়েন্টে। গত সেশনের তুলনায় যা ১৩৭.৮৫ পয়েন্ট নীচে। অর্থাৎ, আজকের সর্বনিম্ন বিন্দু থেকে তা প্রায় ৫০ পয়েন্ট ওপরে।
গুগল নিউজে আমাদের পড়ুন
এদিকে ইজরায়েল-ইরান যুদ্ধের আবহে আজ জাপানের শেয়ার বাজারের সূচক নিক্কেই ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ পয়েন্ট বা ০.৬ শতাংশ কমে যায় এবং হংকংয়ের হ্যাং সেং সূচক কমে যায় প্রায় ০.৮ শতাংশ।
এদিকে ইজরায়েল-ইরান যুদ্ধের আবহে আজ জাপানের শেয়ার বাজারের সূচক নিক্কেই ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ পয়েন্ট বা ০.৬ শতাংশ কমে যায় এবং হংকংয়ের হ্যাং সেং সূচক কমে যায় প্রায় ০.৮ শতাংশ।
‘নিলাম হলে শাহজাহানের বাড়ি আমি কিনব’, সন্দেশখালিতে বললেন শুভেন্দু, কটাক্ষ TMC-র হাওড়া মেট্রো চালু হতেই যাত্রী কমেছে নদী জলপথে, বিকল্প রুটে ফেরি পরিষেবার ভাবনা ১৯-এ ছিল, ২৪-এ নেই! CAA নিয়ে অনড় থাকলেও NRC ‘উধাও’ BJP-র সংকল্প থেকে! MI vs CSK: সাধারণ বোলিং, সাধারণ মানের নেতৃত্ব- হার্দিকের উপর বেজায় চটলেন গাভাসকর সোমে ‘শনির দশা’, ১৫ মিনিটেই শেয়ার বাজার থেকে ‘হাওয়া’ ৫ লাখ কোটি! প্রথমবার বুন্দেসলিগা জয় বেয়ার লেভারকুসেনের, ইতিহাসে নাম লেখালেন আলোনসো ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে রুক্মিণীর? সমস্ত জল্পনার অবসান নববর্ষের একটি পোস্টে আটক ১৭ ভারতীয়কে নিয়ে মুখ খুলল তেহরান, জয়শঙ্করের ফোনে বড় আশ্বাস ইরানের উত্তম কুমারের সঙ্গে একফ্রেমে, অভিজ্ঞতা জানিয়ে অনিন্দ্য বললেন, ‘এটা ঠিক ওভাবে…’ T20-তে মানিয়ে নিতে সময় লাগছিল- শুরুতে সাফল্য না পাওয়ার কারণ বোঝালেন স্টার্ক