নিউজপশ্চিমবঙ্গ

শুভেন্দু অধিকারী বনাম মুখ্যমন্ত্রী

জয় শ্রী রাম
স্কুলে-স্কুলে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া খাতা, ‘নির্বাচনী বিধিভঙ্গ,’ ছবি পোস্ট করে নিশানা শুভেন্দুর অধিকারী।
ছাত্রছাত্রীদের বিনামূল্যে খাতা দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু সেই খাতার সামনের মলাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি’ কেন থাকবে? প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি এতে নির্বাচনী বিধি ভঙ্গ হতে পারে।
শুভেন্দু বনাম মুখ্যমন্ত্রী
বুধবার নিজের X হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা একেবারেই নষ্ট হয়ে গেছে। শিখাদপ্তরের মাথারা এখন সবাই জেলে । নগদ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিযুক্ত করা হচ্ছে। প্রায় প্রতিদিন ই শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে। কিন্তু হঠাৎ হঠাৎ শিক্ষা দপ্তরের ঘুম ভাগে , তারা সিদ্ধান্ত নেয় যে বিনামূল্যে ছাত্রছাত্রীদের নোটবুক বিতরণ করা হবে।
এরপর শুভেন্দু বলেন , আমি এই পদক্ষেপের
প্রশংসা করি। এবং স্কুল শিখাদপ্তর কে জানাই যে স্কুলে স্কুলে ব্যাগ,জ্যামিতি বক্স,রং পেনসিল ও দেওয়ার অনুরোধ জানাই।
কিন্তু এর পরেই তিনি নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন , তিনি বলেন যেহেতু নির্বাচনী বিধি লাগু রয়েছে এবং মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি তাই কভারে তার ছবি সহ নোটবুক বিতরণ করলে সেটি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষন করতে পারে।@ECISVEEP-এর মনে হতে পারে যে, ভোটার অভিভাবকদের প্রভাবিত করার জন্যই নোটবুক দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী অবাক
Shares:

Related Posts

দেশ ও বিদেশ

Rg Kar Hospital: আরজি করের জন্মদিন পালিত হল শোকের আবহে!

গোটা দেশ বর্তমানে যে ঘটনায় প্রতিবাদী হয়ে উঠেছে সেই আরজি কর হাসপাতালের (Rg Kar Hospital) প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী ছিল শুক্রবার। হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ করের জন্মদিনটি সাধারণত সাড়ম্বরেই পালন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গ

আর জি কর হাসপাতাল: ‘নিয়মরক্ষার মতো চলছে আউটডোর’, ক্যান্সার আক্রান্তদের চোখে জল

আর জি কর : ক্যান্সার আক্রান্তদের চোখের জল। তাঁদের পরিজনদের করজোড়ে অনুরোধ। প্রবল শারীরিক যন্ত্রণা। চিকিৎসা না পেয়ে হতাশা, আতঙ্ক যাই হোক আর জি করে চিকিৎসা না পেয়ে চরম অনিশ্চয়তা
News

দিঘায় হোটেলের ঘর দেখানোর নাম করে পর্যটককে গণধর্ষণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

হোটেলের ঘর দেখানোর নাম করে পর্যটককে গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের দিঘায়। অভিযোগ, বাধা দিতে গেলে সঙ্গীকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র শোরগোল তৈরি হয়েছে
নিউজ

WB  কবে বর্ষণ নামবে দেখতে হলে নীচে Click করুন:

মধ্য অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত। তার ফলে শনিবারও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০