নিউজপশ্চিমবঙ্গ

শুভেন্দু অধিকারী বনাম মুখ্যমন্ত্রী

জয় শ্রী রাম
স্কুলে-স্কুলে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া খাতা, ‘নির্বাচনী বিধিভঙ্গ,’ ছবি পোস্ট করে নিশানা শুভেন্দুর অধিকারী।
ছাত্রছাত্রীদের বিনামূল্যে খাতা দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু সেই খাতার সামনের মলাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি’ কেন থাকবে? প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি এতে নির্বাচনী বিধি ভঙ্গ হতে পারে।
শুভেন্দু বনাম মুখ্যমন্ত্রী
বুধবার নিজের X হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা একেবারেই নষ্ট হয়ে গেছে। শিখাদপ্তরের মাথারা এখন সবাই জেলে । নগদ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিযুক্ত করা হচ্ছে। প্রায় প্রতিদিন ই শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে। কিন্তু হঠাৎ হঠাৎ শিক্ষা দপ্তরের ঘুম ভাগে , তারা সিদ্ধান্ত নেয় যে বিনামূল্যে ছাত্রছাত্রীদের নোটবুক বিতরণ করা হবে।
এরপর শুভেন্দু বলেন , আমি এই পদক্ষেপের
প্রশংসা করি। এবং স্কুল শিখাদপ্তর কে জানাই যে স্কুলে স্কুলে ব্যাগ,জ্যামিতি বক্স,রং পেনসিল ও দেওয়ার অনুরোধ জানাই।
কিন্তু এর পরেই তিনি নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন , তিনি বলেন যেহেতু নির্বাচনী বিধি লাগু রয়েছে এবং মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি তাই কভারে তার ছবি সহ নোটবুক বিতরণ করলে সেটি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষন করতে পারে।@ECISVEEP-এর মনে হতে পারে যে, ভোটার অভিভাবকদের প্রভাবিত করার জন্যই নোটবুক দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী অবাক
Shares:

Related Posts

নিউজ

Rochona Banerjee viral video:

এটা নিয়েও জল্পনা এবং মিম দুটোই তৈরি হবে আবার..., প্রচারে রচনার এই কাজ দেখে মন্তব্য TMC বিধায়কের......…। হুগলি লোকসভা আসনে এবার বিজেপির লকেট চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে ঘোষণা
দেশ ও বিদেশ

সৌর ঝড় ২০২৫

    পৃথিবী-চাঁদ-মঙ্গল একসঙ্গে উত্তাল হয় ভয়াবহ সৌরঝড়ে, ২০২৫ সালে কি পৃথিবী ধ্বংস হতে চলেছে ? পৃথিবীর বুকে শনি বা রবিবার আছড়ে পড়তে পারে ভয়াবহ সৌরঝড়, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায় 
দেশ ও বিদেশ

বাতিল ১৪টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স:

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বুধবার ২৪ এপ্রিল সংবাদপত্রে নতুন করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা রামদেব এবং বালকৃষ্ণ। এর আগেও আদালতের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন রামদেব এবং বালকৃষ্ণ। তবে তাদের