নিউজপশ্চিমবঙ্গ

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে, গতকাল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মতোই এগরাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা যখন এগরার কলেজ মোড় দিয়ে যাচ্ছিল, তখন নাকি সেই মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। এই আবহে এলাকায় উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের সংঘর্ষ বাঁধার উপক্রম হয়। এদিকে শোভাযাত্রা হামলার খবর পেয়ে দ্রুত স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করে এগরা থানা।

এদিকে রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলে রণক্ষেত্রের আকারণ ধারণ করে এগরার কলেজ মোড়। অভিযোগ, শোভাযাত্রায় উড়ে আসা পাথরের আঘাতে ৪ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। পরে উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এরই সঙ্গে কাঁদানে গ্যাসের শেল ফাঠানো হয় সেখানে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে এসে পৌঁছান। উল্লেখ্য, এগরা বিধানসভা মেদিনীপুর লোকসভার অধীনে। এগরা থানার পুলিশের সাথে দেখা করতে গেলে অবশ্য অগ্নিমিত্রাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই কর্তব্যরত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, ‘পুলিশ দুষ্কৃতীদের আটক না করে রামভক্তদের আটক করেছে।’ এরপর ধৃতদের ছাড়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অবরোধ চলে। বেলদা-কাঁথি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। 

এদিকে মুর্শিদাবাদেও রামনবমী ঘিরে হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, বুধবার মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছে রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, রামনবমীর মিছিলটি যখন একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই নাকি হামলা চালানো

Shares:

Related Posts

More Info

Jeet on RG Kar: কল্পনাও করতে পারছি না… তিনিও মেয়ের বাবা! আরজি কর

আরজি কর-কাণ্ডে রাজ্য তোলপাড়। ৩১ বছর ঝকঝকে এক তরুণী চিকিৎসক কর্তব্যরত অবস্থায় নিজের হাসপাতালেই ধর্ষিতা হলেন, নির্মমভাবে হারালেন প্রাণ! এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছে মেয়েরা। সিবিআই তদন্তভার
নিউজ

Ramnavami in West Bengal:

রামনবমীতে রক্তাক্ত হয়ে উঠলো বাংলা, বাংলায় ধারালো অস্ত্রের কোপে ও বোমা বর্ষণে জখম হলেন বহু পুলিশ সহ ১৮ জন জনগণ। এবারও রামনবমী ঘিরে বীভৎস সংঘর্ষ ঘটলো পশ্চিমবঙ্গে এমনটাই দাবি করা
সোনার দাম এই মাসে ক্রমশই কমছে সোনার দাম গত কয়েকদিনে বেশ কমেছিল আজও অনেকটাই কমেছে সোনার দাম মূল্যবান ধাতু হল সোনা যতই সোনা কেনা হবে সম্পদ ততই বাড়তে থাকে এই কারণে বরাবরই সোনার চাহিদা বেশি থাকে অনেকেই সোনার দামের Gold Price উপর নির্ভর করে সোনা কেনেন আসুন কলকাতায় সোনার দাম কত সেটি আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কলকাতায় সোনার দাম Gold Price in Kolkata কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৬৮০ টাকা বুধবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৭১০ টাকা WhatsApp এ যুক্ত হন👉 Join Now Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম Gold Price ছিল ৭ হাজার ২৮৭ টাকা বুধবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩২০ টাকা ছিল সোজা দাঁত এবং একটি তুষার সাদা হাসি একটি খুব সহজ উপায় Advertisement এতে দ্রুত রক্তনালী পরিষ্কার হবে রক্তচাপ 12080 এর বেশি হবে না Advertisement যদি আপনার রক্তচাপ 14090 এর বেশি হয় তবে আপনাকে 1 চা চামচ খেতে হবে Advertisement বাড়িতে রক্তনালী পরিষ্কার করা এক সেকেন্ডের মধ্যে রক্তনালী পরিষ্কার হবে রক্তচাপ স্বাভাবিক হবে বৃহস্পতিবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৬ হাজার ৮০০ টাকা বুধবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৭ হাজার ১০০ টাকা বৃহস্পতিবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম Gold Price ছিল ৭২ হাজার ৮৭০ টাকা বুধবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭৩ হাজার ২০০ টাকা ছিল চলতি অগস্ট মাসে সোনা অনেকটাই সস্তা হয়েছিল এই মাসের শুরুতে অনেকটাই কমেছিল সোনার দাম কলকাতায় গত ৭ই অগস্ট ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৩৫০ টাকা ছিল সেদিন ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৯২৭ টাকা ছিল
নিউজ

Gold Price Today : আরও কমে গেল সোনার দাম! আজ কলকাতায় দাম কত?

সোনার দাম এই মাসে ক্রমশই কমছে। সোনার দাম গত কয়েকদিনে বেশ কমেছিল। আজও অনেকটাই কমেছে সোনার দাম। মূল্যবান ধাতু হল সোনা। যতই সোনা কেনা হবে সম্পদ ততই বাড়তে থাকে। এই
পশ্চিমবঙ্গ

আর জি কর হাসপাতাল: ‘নিয়মরক্ষার মতো চলছে আউটডোর’, ক্যান্সার আক্রান্তদের চোখে জল

আর জি কর : ক্যান্সার আক্রান্তদের চোখের জল। তাঁদের পরিজনদের করজোড়ে অনুরোধ। প্রবল শারীরিক যন্ত্রণা। চিকিৎসা না পেয়ে হতাশা, আতঙ্ক যাই হোক আর জি করে চিকিৎসা না পেয়ে চরম অনিশ্চয়তা