দেশ ও বিদেশনিউজ

মুকুল রায়  অসুস্থ হলেন, কলকাতা হাসপাতালে ভর্তি হলেন :

বেশ কয়েকদিন ধরে খাওয়াদাওয়া ঠিকমতো করছিলেন না মুকুল রায়। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পরিবার সূত্র, প্রবীণ তৃণমূলের কার্যত খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তাঁর চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেই পরামর্শ মেনে মুকুল রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে কাঁচরাপাড়ার বাড়িতেই থাকেন মুকুল রায়। তিনি ডিমেনশিয়া রোগে ভুগছেন। গত কয়েকদিন ধরে তিনি কম খাবার খাচ্ছিলেন। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিল শরীর। চিকিৎসরা দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করতে বলেন। বৃহস্পতিবার দুপুরে কাঁচরাপাড়ার বাড়ি থেকে এনে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বছর খানেক ধরেই অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তিনি আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরেই রয়েছেন। কাচরাপাড়ার বাড়িতেই সারাক্ষণ থাকেন। মাঝে মাঝে নিচুতলার নেতাকর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন।

কিছুদিন আগেও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজুর্ন সিং মুকুল রায়ের বাড়িতে যান। তাঁর কাছে আশীর্বাদ নেন। পরে অজুর্ন সিং জানান মকুল রায় তাঁকে বলেছেন, ‘বিজয়ী ভব’। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশ্বস্ত সৈনিক’ হঠাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হয়ে ভোটে জেতেন। তার কিছু দিনের মধ্যেই তিনি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের.

মাঝে তাঁর মাথায় অপারেশনও হয়। তারপর থেকে তিনি ঘরের বন্দি হয়েই রয়েছেন গত এক বছর ধরে। মাঝে আচমকা তিনি দিল্লি চলে যান বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে।

এ বছরের ফেব্রুয়ারিতে তাঁকে তলব করে ইডি। কিন্তু তিনি অসুস্থ থাকায় যেতে পারেননি। পরে তাঁর বাড়ি এসে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। 

Shares:

Related Posts

দেশ ও বিদেশ

দীঘা হোটেলে ধরা পড়লো জঙ্গি:

বেঙ্গালুরু বিস্ফোরণের পর কলকাতার হোটেলে লুকিয়ে ছিল সন্দেহভাজন জঙ্গিরা! নাম কী লিখেছিল তাঁরা? দেখে নিন এক নজরে..... #কলকাতায় হোটেলে ঘুরতে থাকা জঙ্গি রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার
দেশ ও বিদেশ

সৌর ঝড় ২০২৫

    পৃথিবী-চাঁদ-মঙ্গল একসঙ্গে উত্তাল হয় ভয়াবহ সৌরঝড়ে, ২০২৫ সালে কি পৃথিবী ধ্বংস হতে চলেছে ? পৃথিবীর বুকে শনি বা রবিবার আছড়ে পড়তে পারে ভয়াবহ সৌরঝড়, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন
নিউজ

মেদবহুল থেকে নির্মেদ হয়ে ওঠার পিছনে সারা আলির অনুপ্রেরণা ছিলেন একজন, কে তিনি?

অভিনেত্রী সারা আলি খানের ৪৫ কেজি ওজন ঝরানোর পিছনে কার অনুপ্রেরণাও কাজ করেছিল? ছবি: সংগৃহীত। এক সময় চেহারার জন্য যাঁকে কটাক্ষ শুনতে হয়েছে, এখন তাঁর নির্মেদ শরীরই চর্চার বিষয়। একসময়
IPL

IPL 2024 List Bangla :: IPL 2024 :: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB, আই পি এল সূচি

লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর সাধারণ নির্বাচনের জন্য এদেশে নির্বিঘ্নে আইপিএল আয়োজন নিয়ে সংশয়