সিরিয়াল

মহারাজের জীবনের তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখে বলছেন বিরক্ত দর্শক!

নায়ক নায়িকার গল্পের মধ্যে রসায়ন যখন জমে আসবে তখনই নায়ক নায়িকার মধ্যে ঢুকে পড়বে তৃতীয় পক্ষ। সে হবে নায়কের প্রাক্তন প্রেমিকা অথবা নায়িকার প্রাক্তন প্রেমিক, এই দুটোর কোনটাই যদি না হয় তাহলে দেখা যাবে নায়কের মৃত স্ত্রী কবর থেকে উঠে জ্যান্ত চলে এসেছে ধারাবাহিকে।

আসলে গল্পের মধ্যে তৃতীয় ব্যক্তির ইম্পরট্যান্ট টা অনেক বেশি থাকে কারণ তৃতীয় ব্যক্তি নায়ক-নায়িকাকে ফিল করায় তারা একে অপরের প্রতি কতটা ডেডিকেটেড।

তৃতীয় ব্যক্তি আসার পর নায়ক বা নায়িকার মধ্যে একটা ক্লোজ মোমেন্ট আসে কখনো বা দেখা যায় তৃতীয় ব্যক্তি আসার পর নায়ক বা নায়িকার মধ্যে কেউ ফিল করে, তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ানেও চলে এসেছে তৃতীয় ব্যক্তি। নায়ক মহারাজ যখন গ্রামের বাড়িতে যায় সেখানে আলাপ হয় মহারাজের বন্ধু মাধুরীর সাথে। মাধুরী প্রথম থেকেই মহারাজ কী খেতে ভালোবাসে কী খেতে ভালোবাসে না এগুলো নিয়ে বড্ড বেশি নিজের ভাবনা-চিন্তা প্রকাশ করতে শুরু করে মহারাজের স্ত্রী পূজারিণীর কাছে।

মহারাজ যদিও পারত পক্ষে এড়িয়ে চলে মাধুরীকে। সম্প্রতি দেখা যাচ্ছে যে মাধুরী মহারাজদের কলকাতার বাড়িতে এসেছে এবং তারপর কলিংবেল বাজলে মহারাজ এসেছে বলে সে দরজাটা খুলতে যায়।

তখন পূজারিণী তাকে আটকে বলে যে বাড়িতে কোন গেস্ট এলে ক্ষনিকের আসা অতিথিকে দরজা খুলতে নেই কারণ তুমি তো অল্প কিছুদিনের জন্য এসেছো। ধারাবাহিকে মাধুরী আসার পর থেকে ইনসিকিওর ফিল করছে পূজারিণী। অন্যদিকে একজন দর্শক লিখেছেন যে, যত তাড়াতাড়ি হোক এই আপদ টাকে বিদায়

করা হোক।

Shares:

Related Posts

Serial

সোনা রূপা চরিত্র দুটো আসার পরই অনুরাগের ভাগ্য খুলে যায় ৫২ উইক টপারের খেতাবও পায়!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে দেখা যায় যে বর্তমানে ইরা ট্র্যাকের শেষ হয়ে কাছাকাছি এসেছে সূর্য দীপা। ঠিক কাছাকাছি এসেছে বললে ভুল বলা যাবে বলা যেতে
সিরিয়াল

যা প্রমো দিল এতে অতল জলে সুদীপার সংসার নয়, অনুরাগ এবার সত্যিই তলিয়ে যাবে!-অনুরাগের ছোঁয়া

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক একসময় বঙ্গ সেরা থাকলেও বর্তমানে এই ধারাবাহিকের গল্প দেখে রীতিমত বিরক্ত দর্শক। ধারাবাহিকে যখনই নায়ক-নায়িকার মধ্যে মিল হওয়ার এতটুকু সম্ভাবনা তৈরি হয়
Serial

এক ধাক্কায় অনেক টিআরপি কমবে অনুরাগের! সূর্য ইরার বিয়ের কথা শুনে বলছেন দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে দেখা যাচ্ছে যে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সূর্য এবং ইরা একে অপরকে বিয়ে করলো। অন্যদিকে লাবণ্য সূর্যকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো কিন্তু সেই
বিনোদন

বাবা হলে বুঝবি, বলতেন বাবা-মা…’ মেয়ে নবন্যার জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের

‘নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল