দিল্লি ও তেহরান দুই জায়গাতেই কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, পণ্যবাহী জাহাজ ‘এমএসসি এরিজ’ এ রয়েছেন ১৭ জন ভারতীয়।
যাতে ওই পণ্যবাহী জাহাজে থাকা ভারতীয়দের খুব শিগগিরই ছেড়ে দেওয়া হয়, তার জন্য ইরানের সঙ্গে ভারত আলোচনা করছে বলে খবর। এছাড়াও ১৭ ভারতীয়ের নিরাপত্তা দিল্লির কাছে বড় বিষয়। সেই জায়গা থেকেও তেহরানের সঙ্গে জোরদার কূটনৈতিক আলোচনা চালাচ্ছে দিল্লি।
শুক্রবারই মার্কিন গোয়েন্দা সংস্থাকে উদ্ধৃত করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ দাবি করেছিল যে, গতকাল থেকে ধরলে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান হামলা করতে পারে ইজরায়েলকে। এই পরিস্থিতিতে ভারত তার নাগরিকদের ইরান ও ইজরায়েল, দুই দেশেই যেতে বারণ করে এক অ্যাডভাইসারি জারি.
সংবাদ সংস্থা এপির এক ছবিতে দেখা গিয়েছে কীভাবে ইরানের প্যারামিলিটারি রেভোলিউশনারি গার্ডের হেলিকপ্টার এমএসসি এরিজের ছাদে নামছে। গোটা ঘটনা ঘিরে এখনও স্পষ্ট তথ্যের অপেক্ষা রয়েছে।