টলিউডবিনোদন

ভারতবর্ষ-কে ভুলবশত ‘বর্শে’ লিখে ফেলেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। আর তাতেই বিপত্তি

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে দিবসকে ভুলবশত ‘দিবেস’ আর ভারতবর্ষ-কে ভুলবশত ‘বর্শে’ লিখে ফেলেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। আর তাতেই বিপত্তি📌

সাধারণ মানুষ নয়,মধুমিতাকে ট্রোল করে বসেন অভিনেতা ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়া বানান ভুল ধরে তাঁকে অশিক্ষিত বলে আক্রণ করেন ঋদ্ধি📌

Serial

আর এমন আক্রণের পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, “আর আমি আপনার শিক্ষা নিয়ে কোনও প্রশ্ন তুলব না ঋদ্ধি। কারণ, আমি সত্যিই আপনার বাবা-মাকে শ্রদ্ধা করি, রেশমি আন্টি খুব ভালো, আমার মা হয়েছিলেন BSB- (বোঝে না সে বোঝেনা-তে)। তাই আপনার শিক্ষা নিয়ে কথা বললে, আপব্রিংগিং (বড় হওয়া) কথা চলে আসে। তাই আপনি যতদূর গিয়েছেন, আমি ততটা নামতে চাই না।”

এছাড়াও ভিডিও শেয়ার করে জানান,”যাঁদের মনে হচ্ছে আমি দিবেস লিখেছি, আর ভারতবর্ষ বানান ভুল লিখেছি, কারণ আমি অশিক্ষিত, তাঁদের বলি, মোবাইলে টাইপ করার অপশান থাকে, সকলে তো আর বাংলায় টাইপ করতে অভ্যস্ত নয়। সকলে এবিসিডি-র মতো করে বাংলা টাইপ করতে পারেন না।

আর অনেকেই হত দেখে থাকবেন, এই অপশানে শ, ষ, পাশাপাশি থাকে। আবার যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয় এটাও দেখেছে, যে ভুলটা ইস্টাগ্রামে চটজলদি ঠিক হয়ে গেছে। তবে ফেসবুকে হয়নি। কারণ আমি নিজেই ফেসবুক খুব করি। তাই ইনস্টাগ্রামের ভুলটা খেয়াল করেছি, সঙ্গে সঙ্গেই মনে হয়েছে, এটা তো ভুল হয়ে গেছে, তাই ঠিক করে দিয়েছি।

তবে ফেসবুকের পোস্টটা দেখিনি। আর এটা তো আমি হাতে লিখিনি, টাইপ করেছি। তাই এটা টাইপো হয়েছে। তাতে যদি কারোর মনে হয় আমি অশিক্ষিত, তাহলে তাঁদের বলি, কী মানসিকতা থেকে পোস্ট করা হয়েছে সেটা জাজ করুন।

তবে আমি খুশি, কৃতজ্ঞ যে আমার জন্য আপনারা নিজের জীবনের এতটা মুহূর্ত, সময় নষ্ট করেছেন। তাই এটা টাইপো কি টাইপো নয়, সেটা ভাবার জন্য একটু বুদ্ধি খরচ করতে ইচ্ছে করেনি।

আর আপনাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, কারণ আপনাদেরও তো ট্রো*ল করার স্বাধীনতা রয়েছে। তাই চালিয়ে যান।”

Shares: