টলিউডবিনোদন

ভারতবর্ষ-কে ভুলবশত ‘বর্শে’ লিখে ফেলেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। আর তাতেই বিপত্তি

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে দিবসকে ভুলবশত ‘দিবেস’ আর ভারতবর্ষ-কে ভুলবশত ‘বর্শে’ লিখে ফেলেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। আর তাতেই বিপত্তি📌

সাধারণ মানুষ নয়,মধুমিতাকে ট্রোল করে বসেন অভিনেতা ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়া বানান ভুল ধরে তাঁকে অশিক্ষিত বলে আক্রণ করেন ঋদ্ধি📌

Serial

আর এমন আক্রণের পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, “আর আমি আপনার শিক্ষা নিয়ে কোনও প্রশ্ন তুলব না ঋদ্ধি। কারণ, আমি সত্যিই আপনার বাবা-মাকে শ্রদ্ধা করি, রেশমি আন্টি খুব ভালো, আমার মা হয়েছিলেন BSB- (বোঝে না সে বোঝেনা-তে)। তাই আপনার শিক্ষা নিয়ে কথা বললে, আপব্রিংগিং (বড় হওয়া) কথা চলে আসে। তাই আপনি যতদূর গিয়েছেন, আমি ততটা নামতে চাই না।”

এছাড়াও ভিডিও শেয়ার করে জানান,”যাঁদের মনে হচ্ছে আমি দিবেস লিখেছি, আর ভারতবর্ষ বানান ভুল লিখেছি, কারণ আমি অশিক্ষিত, তাঁদের বলি, মোবাইলে টাইপ করার অপশান থাকে, সকলে তো আর বাংলায় টাইপ করতে অভ্যস্ত নয়। সকলে এবিসিডি-র মতো করে বাংলা টাইপ করতে পারেন না।

আর অনেকেই হত দেখে থাকবেন, এই অপশানে শ, ষ, পাশাপাশি থাকে। আবার যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয় এটাও দেখেছে, যে ভুলটা ইস্টাগ্রামে চটজলদি ঠিক হয়ে গেছে। তবে ফেসবুকে হয়নি। কারণ আমি নিজেই ফেসবুক খুব করি। তাই ইনস্টাগ্রামের ভুলটা খেয়াল করেছি, সঙ্গে সঙ্গেই মনে হয়েছে, এটা তো ভুল হয়ে গেছে, তাই ঠিক করে দিয়েছি।

তবে ফেসবুকের পোস্টটা দেখিনি। আর এটা তো আমি হাতে লিখিনি, টাইপ করেছি। তাই এটা টাইপো হয়েছে। তাতে যদি কারোর মনে হয় আমি অশিক্ষিত, তাহলে তাঁদের বলি, কী মানসিকতা থেকে পোস্ট করা হয়েছে সেটা জাজ করুন।

তবে আমি খুশি, কৃতজ্ঞ যে আমার জন্য আপনারা নিজের জীবনের এতটা মুহূর্ত, সময় নষ্ট করেছেন। তাই এটা টাইপো কি টাইপো নয়, সেটা ভাবার জন্য একটু বুদ্ধি খরচ করতে ইচ্ছে করেনি।

আর আপনাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, কারণ আপনাদেরও তো ট্রো*ল করার স্বাধীনতা রয়েছে। তাই চালিয়ে যান।”

Shares:

Related Posts

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জানুয়ারি ফুল এপিসোড অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
Serial

অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব-15-জানুয়ারি-ফুল-এপিসোড-অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব

অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল, স্টার জলসা সিরিয়াল আজকের পর্ব অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড, অনুরাগের ছোঁয়া
নিউজ

মেদবহুল থেকে নির্মেদ হয়ে ওঠার পিছনে সারা আলির অনুপ্রেরণা ছিলেন একজন, কে তিনি?

অভিনেত্রী সারা আলি খানের ৪৫ কেজি ওজন ঝরানোর পিছনে কার অনুপ্রেরণাও কাজ করেছিল? ছবি: সংগৃহীত। এক সময় চেহারার জন্য যাঁকে কটাক্ষ শুনতে হয়েছে, এখন তাঁর নির্মেদ শরীরই চর্চার বিষয়। একসময়
টলিউড

অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত ? শ্রীলেখা

ভারতের মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন। এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ
টলিউড

ধর্ষণের হুমকি, আইনের আশ্রয় নিলেন মিমি

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে শুরু থেকেই সরব অভিনেত্রী মিমি চক্রবর্তী। ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে এমন সরব হওয়ার পরেই প্রকাশ্যে ধর্ষণের হুমকি