বিনোদনসিরিয়াল

বাবা হলে বুঝবি, বলতেন বাবা-মা…’ মেয়ে নবন্যার জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের

‘নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল নায়কের জীবন, তা ভাগ করে নেন অভিনেতা।

নবন্যার জন্মদিন উপলক্ষ্যে ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন জিৎ। সেখানে নবন্যার নানা দুষ্টু -মিষ্টি মুহূর্তের ভিডিয়োর কোলাজ শেয়ার করে নেন অভিনেতা। ভিডিয়োটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন। ‘কোনও না কোনও সময় সকলেই তাঁর বাবা -মায়ের একটা কথা শুনেছেন যে, নিজেরা যখন বাবা -মা হবে তখন বুঝতে পারবে। ১২-১২-১২ (২০১২ সালের ১২ ডিসেম্বর) আমি বুঝতে পেড়েছিলাম যখন আপনি আমাদের জীবনে তুমি এসেছিলে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে তাঁরা কেন এমন কথা বলতেন। তাঁদের কথার আসল অর্থ তখন বুঝেছিলাম। আর এই বুঝতে থাকা এখনও অব্যাহত রয়েছে। নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়। কোনও শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব নয়, যতক্ষণ না কেউ এটা অনুভূতি করছেন ততক্ষণ তিনি এটা বুঝতে পারবেন না। আমাদের জীবনে তোমাকে পেয়ে নিজেদের ধন্য মনে হয়! শুভ সোনালি জন্মদিন নবন্যা।’

ভগবানের আশীর্বাদ হিসেবে তাঁদের জীবনে নবন্যা আসার জন্য নায়ক ঈশ্বর ও তাঁর মা -বাবার কে ধন্যবাদ জানান। তাছাড়াও অভিনেতা লেখেন, ‘আমি সত্যিই তোমাদের সঙ্গে থেকে জেন জি ও জেন আলফার সম্পর্কে বিভিন্ন কিছু শিখতে পারছি, এটা আমি উপভোগও করি। মাঝে মাঝে মানিয়ে নিতে কষ্ট হয় কিন্তু তাও চেষ্টা চালিয়ে যাবো কথা দিচ্ছি!’

 

প্রসঙ্গত, অক্টোবরে ১ বছর পূর্ণ হয় জিতের ছেলে রোনাভের। বেশ ধুমধাম করেই তাঁর জন্মদিন পালন করলেন অভিনেতা। সেই পার্টিতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন টলিপাড়ার পরিচিত মুখেরা। টু টায়ারের কেক কেটে ছোট্ট রোনাভের জন্মদিন পালন করা হয়। জিতের স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি। জিৎ-কন্যা নভন্যা হাজির ছিল পার্টিতে। রোনভ বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটে।

মেয়ে নভন্যা হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হন জিৎ-মোহনা। ২০২৩ সালের ১৬ অক্টোবর জন্ম হয়েছিল রোনাভের। সেই সুখবর শেয়ার করে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

Shares:

Related Posts

টলিউড

অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত ? শ্রীলেখা

ভারতের মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন। এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ
Serial

গৌরি এল-র পর জি বাংলায় আবারও অতিলৌকিক মেগা অষ্টমী! নজর কাড়লো খলনায়ক ⁉️

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কা তে নায়ক চরিত্রে কাজ করেছিলেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক, যদিও এই কাজটি তার প্রথম নয় এর আগে শ্রীময়ী ধারাবাহিকটি করেছিলেন তিনি এবং সেই ধারাবাহিকে
Serial

চুরি- ডাকাতি খুন- জখম থেকে শ্লীলতাহানি, সব সমস্যার সমাধান করতে আসছে গীতা এলএলবি

ছোট পর্দায় নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। দিন কয়েক হল শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এবার উকিল ম্যাডাম গীতার জার্নি নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা। পঞ্চমীতেই স্টার জলসার মহা
TRP List Week 14 টিআরপি তালিকায় লড়াই জমে উঠেছে জি বাংলার তিন কন্যের মধ্যে এই সপ্তাহে ফুলকি জগদ্ধাত্রীকে গোল দিয়ে ম্যাচ জিতে নিল পর্না
Serial

TRP: IPL কাঁটার মাঝেই পর্ণা-ফুলকির হাড্ডাহাড্ডি লড়াই, বেঙ্গল টপার হল কে? প্রথম তিনে নেই জলসা

TRP List Week 14: টিআরপি তালিকায় লড়াই জমে উঠেছে জি বাংলার তিন কন্যের মধ্যে। এই সপ্তাহে ফুলকি-জগদ্ধাত্রীকে গোল দিয়ে ম্যাচ জিতে নিল পর্না । তবে এ সপ্তাহে গুড়ি পারওয়ার জন্য