দেশ ও বিদেশ

বাংলায় বেশি আসনে ফুটবে পদ্ম, দাবি সমীক্ষায়:

কয়েক বছর আগেও বাংলায় বিজেপির শক্তি ছিল মাত্র ২ বিধায়কের। সঙ্গে দার্জিলিং এবং আসানসোল কেন্দ্রের দুই সাংসদের। সেখান থেকে ২০১৯ সালে পুরোপুরি খেলা ঘুরিয়ে দিয়েছিল বিজেপি। রাজ্যের ১৮টি লোকসভা আসনে জয়ী হয়েছিল পদ্ম শিবির। আর গতবার তৃণমূল কংগ্রেসের লোকসভা আসন সংখ্যা কমে হয়েছিল ২২। এবার মমতার দল নেমে যেতে পারে বিজেপির থেকে নীচে। এমনই ইঙ্গিত মিলেছে টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষায়।  

২০১৯ সালে বাংলায় বামেদের সরিয়ে দ্বিতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল বিজেপি। তবে এরপরেও ২০২১ সালের বিধানসভা ভোটে সেভাবে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে পারেনি গেরুয়া শিবির। বাম-কংগ্রেস শূন্যে দাঁড়িয়ে থাকলেও বিরোধী পরিসর ছড়িয়ে দিতে পারেনি বিজেপি। মাত্র ৭৭টি আসনে তারা জয়ী হয়েছিল। ২০২১ সালের নিরিখে পশ্চিমবঙ্গের মাত্র ৯টি লোকসভা আসন বিজেপির ঝুলিতে যেতে পারে।  

  আগে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালের ভোটে বিজেপির ভোট শতাংশ কমেছিল রাজ্যে। গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৪৩.৩ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপি সেবারে পেয়েছিল ৪০.৭ শতাংশ ভোট। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৮.০২ শতাংশ ভোট। এদিকে বিজেপি পেয়েছিল ৩৮.১৫ শতাংশ ভোট।   

 তবে টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি। টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির ঝুলিতে আসতে পারে ২০ থেকে ২৪টি আসন। এদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৭ থেকে ২১টি আসন। আর বাম-কংগ্রেস জোট মিলে খাতা খুললেও খুলতে পারে এই রাজ্যে। সেই আবহে কংগ্রেসের ঝুলিতে সর্বোচ্চ একটি আসন যেতে পারে।  

Shares:

Related Posts

দেশ ও বিদেশ

সৌর ঝড় ২০২৫

    পৃথিবী-চাঁদ-মঙ্গল একসঙ্গে উত্তাল হয় ভয়াবহ সৌরঝড়ে, ২০২৫ সালে কি পৃথিবী ধ্বংস হতে চলেছে ? পৃথিবীর বুকে শনি বা রবিবার আছড়ে পড়তে পারে ভয়াবহ সৌরঝড়, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন
New post

আরজি কর কাণ্ডের পর এবার মুখ খুললেন চিরঞ্জিত

আরজিকর কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। এই ঘটনা বর্তমানে আর বাংলার মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও এর প্রভাব পড়েছে। চারদিকে চলছে
More Info

বাবা হলেন পপতারকা জাস্টিন বিবার২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন.

বাবা হলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। স্ত্রী হেইলির কোল জুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। সোশাল মিডিয়ায় সদ্যোজাতর ছবি দিয়ে জাস্টিন বিবার অনুরাগীদের জানালেন এই সুখবর। জাস্টিন লিখেছেন, 'স্বাগত জ্যাক ব্লুজ বিবার।'
দেশ ও বিদেশ

মুকুল রায়  অসুস্থ হলেন, কলকাতা হাসপাতালে ভর্তি হলেন :

বেশ কয়েকদিন ধরে খাওয়াদাওয়া ঠিকমতো করছিলেন না মুকুল রায়। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।