ফণী-ভূমিকম্পে জেরবার দেশ, হিমাচলে দুলে উঠল মাটি
সিমলা : একদিকে ফণী আতংকে জেরবার দক্ষিণ পূর্বের ওড়িশা-পশ্চিমবঙ্গ৷ রেহাই পায়নি অন্ধ্রপ্রদেশ ও তামিল নাড়ুও৷ অন্যদিকে উত্তরে আরেক সমস্যা৷ শুক্রবার সকালে কেঁপে উঠল হিমাচল প্রদেশ৷ ভূকম্পন অনুভুত হওয়ায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে৷
তবে কম মাত্রার কম্পন হওয়ায় ক্ষয়ক্ষতির সেভাবে খবর মেলেনি৷ মূল কম্পন অনুভুত হয়েছে হিমাচলের মান্ডি জেলার একাধিক অংশে৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২৷ প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বলেই প্রশাসন সূত্রে খবর৷
শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ কম্পন অনুভুত হয়৷ এতেই আতংকিত হয়ে পড়েন স্থানীয়রা৷ বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা৷
আরও পড়ুন : গার্ডওয়াল ছাপিয়ে ক্রমশ জল ঢুকছে দিঘায়, আতংকে পর্যটকরা
এদিকে ফণী আতংকে নাজেহাল ওড়িশা ও পশ্চিমবঙ্গে৷ পুরীতে চলছে প্রবল বৃষ্টি৷ কার্যত লন্ডভন্ড ওডিশা৷ সবথেকে ক্ষতিগ্রস্ত ওডিশার গঞ্জাম জেলা৷ পাশাপাশি গজপতিও ক্ষতিগ্রস্ত৷ কাতারে কাতারে মানুষ ত্রাণশিবিরে প্রবেশ করছে৷
ওডিশায় ফণীর গতিবেগ ১৭৫-১৯৫ কিমি৷ পুরীর পর এবার দিঘাগামী ট্রেনও বাতিল করা হয়েছে৷ শনিবার বাংলায় তাণ্ডব চালাতে পারে ফণী৷ এমনই পূর্বাভাস৷