পশ্চিমবঙ্গভাইরাল

প্রবল গরমের পরে বৃষ্টি নামতে চলেছে পশ্চিমবঙ্গে :

দিনদশেকের মধ্যে কি কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়বে? ভারতীয় মৌসম ভবনের তরফে মে’র প্রথম দু’সপ্তাহের যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা আছে বলে আপাতত জানানো হয়নি। আপাতত দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পের কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে চলেছে।

 আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে।

উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝড়েরও পূর্বাভাস আছে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৯ মে পর্যন্ত ঝড়ও উঠবে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া; মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ঝড়ের বেগ ৫০-৬০ কিমি ঝড় হবে। বাকি সব ক্ষেত্রে ঝড়ের বেগ ৩০-৪০ কিমি থাকবে।

আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার পর্যন্ত ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Shares:

Related Posts

নিউজ

BJP ফ্লেক্সি পুড়িয়ে দেওয়ার অভিযোগ TMC ওপর:

নির্বাচনী প্রচার একেবারে শেষ লগ্নে। জোর কদমে চলছে প্রস্তুতি। আগামীকাল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে ৩ কেন্দ্রে। তার আগে ২ জায়গায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে পোস্টার ছিঁড়ে
Businesses

ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নাগার্জুনার স্থাপনার একাংশ, মুখ খুললেন অভিনেতা

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টার’ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে হায়দরাবাদের ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেটস মনিটরিং প্রোটেকশন (এইচওয়াইডিআরএএ)। গত ২৩ আগস্ট কনভেনশন সেন্টারের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া
দেশ ও বিদেশ

নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

TMC and BJP clash amid rallies: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক উপস্থিতিতে দুই দলের সমর্থকদের হাতাহাতির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ
ভাইরাল

Viral News: চুরি করতে ঢুকে এসির ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়ল চোর, পুলিশের লাঠির ঘায়ে ভাঙল ঘুম

উত্তর প্রদেশের রাজধানী লখনৌ-য়ে চমকপ্রদ ঘটনা। লখনৌয়ের এক বাড়িতে চুরি করতে ঢোকে এক চোর। বাইরে তখন খুব গরম। ঘেমেনেয়ে সে এক বাড়িতে ঢুকে দেখে এসি মেশিন। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ-য়ে