শিল্পাঞ্চলের চাকরীপ্রার্থীদের জন্য দারুন সুখবর। হলদিয়ায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার কর্মসংবাদের আওতায় আনা হচ্ছে আরও দুই জনপ্রিয় শিল্প শহরকে। ধাপে ধাপে রাজ্যের সর্বত্রই শিল্পাঞ্চলে কাজের হাল হকিকৎ এই পোর্টালের আওতায় আসতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই এই কাজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। খুব শীঘ্রই হলদিয়ার পাশাপাশি অন্য একাধিক শিল্পাঞ্চলের কাজে নিয়োগের খবর এই জব পোর্টালের মাধ্যমে আসতে চলেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ইতিমধ্যে হলদিয়া শিল্পাঞ্চলে চাকরী প্রার্থীদের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছে কর্মসংবাদ পোর্টালটি। রাজ্য সরকারের শ্রম দফতরের অধীনে তৈরি হলেও কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগেই হলদিয়া শিল্পাঞ্চলের কাজের খবর সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে সাধারণ কর্মপ্রার্থীদের জন্য। এবার এই কর্মসংবাদ পোর্টালের ব্যপ্তি ছড়াচ্ছে রাজ্যের অন্যত্রও। শীঘ্রই এর সুফল রাজ্যের অন্যান্য অংশের কর্মপ্রার্থীরা পাবেন বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, এই মুহূর্তে কর্মসংবাদ পোর্টালে কেবলমাত্র পূর্ব মেদিনীপুরের হলদিয়া সহ অন্যান্য শিল্পাঞ্চলের শ্রমিক নিয়োগের খবর প্রকাশ পেত। এবার থেকে এই পোর্টালের মাধ্যমেই পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চলের কাজের খবরও পাওয়া যাবে বলে জানা গেছে। ইতিমধ্যেই সেই কাজের প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে জোর কদমে। আগামী কয়েকদিনেই তা প্রকাশ্যে এসে যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
দিন কয়েক আগেই রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক আসানসোল শ্রমিক ভবনে গিয়ে পশ্চিম বর্ধমান জেলার জন্য কর্মসংবাদ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য, যুগ্ম অতিরিক্ত লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত প্রমুখরা। শ্রমমন্ত্রী জানান, এই মুহূর্তে স্কিলড ও আনস্কিলড শ্রমিকদের কাজের হদিশ পেতে চরম দুর্দশার মধ্যে পড়তে হয়। এখন তাঁরা কর্মসংবাদ পোর্টালে নাম নথিভুক্ত করার পাশাপাশি প্রতিনিয়ত শিল্পাঞ্চলের কাজে আবেদনের সুযোগ পাচ্ছেন।
মন্ত্রী জানান, এতদিন পর্যন্ত শিল্পাঞ্চলে কাজের বিষয়ে শ্রমিকরা অন্ধকারে থাকতেন। সেই কারণে হলদিয়ায় প্রথমবার কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে নিয়োগের রাস্তা খুলে দেওয়া হয়। কোন সংস্থায় কাজের কেমন সুযোগ রয়েছে, কারা আবেদনের যোগ্য, কিভাবে কত সময়ের মধ্যে আবেদন করা যাবে সে বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়। এরফলে বহু কর্মপ্রার্থী তাঁদের পছন্দের কাজে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। হলদিয়ায় কর্মসংবাদের মাধ্যমে নিয়োগে ব্যাপক সাফল্য পাওয়ার পরেই তা রাজ্যের অন্যত্র বিস্তার লাভ করছে।