নিউজপশ্চিমবঙ্গ

চাকরি  তালিকা দেখতে চাইল মানিক:

এবার সিবিআইয়ের এক্তিয়ারে থাকা নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে প্রশ্ন তুলে EDকে অকর্মণ্য প্রমাণের চেষ্টা করল নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শনিবার আদালতে সে দাবি করে, প্রাথমিকে যে ৩২৫ জন ফেল করা প্রার্থীকে নিয়োগের অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত কোনও নথি নেই ED আধিকারিকদের কাছে। ওই প্রার্থীরা যে সত্যিই ফেল করেছেন তা আদালতে ইডিকে প্রমাণ করতে হবে বলে দাবি জানিয়েছে মানিক। পালটা ইডির দাবি, দুর্নীতি কী ভাবে হয়েছে তা তদন্ত করার দায়িত্ব তাদের নয়। দুর্নীতির টাকা কোথায় গিয়েছে সেটা খুঁজে দেখার দায়িত্ব তাদের। এজন্য সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত.

মানিকের আইনজীবী এদিন আদালতে বলেন, প্রাথমিকে ৩২৫ জন ফেল করা প্রার্থীকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন মানিক ভট্টাচার্য বলে ইডি অভিযোগ করেছেন। প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ১ লক্ষ টাকা করে মানিক নিয়েছে বলেও দাবি করেছে তারা। এমনকী ১৬,৫০০ জনের প্যানেলে ওই ফেল করা প্রার্থীদের নাম রয়েছে বলেও তারা জানিয়েছে। তাহলে সেই ৩২৫ জনের রেজাল্ট.

পালটা ইডির আইনজীবী বলেন, কী ভাবে দুর্নীতি হয়েছে তার তদন্তের দায়িত্ব ইডির নয়। ইডি শুধুমাত্র আর্থিক লেনদেনের তদন্ত করে। দুর্নীতি কী ভাবে হয়েছে তা খতিয়ে দেখার দায়িত্ব সিবিআইয়ের। সিবিআই-ই তাদের এই তথ্য দিয়েছে। এছাড়া এখনো পর্যন্ত ৭ কোটি বেআইনি টাকার হদিশ পেয়েছে ইডি। এর পর মানিক বিচারককে বলে, ‘আমার আবেদন, সত্যিটা খুঁজে বার করা হোক।’

আদালত থেকে থেকে বেরনোর সময় মানিক সংবাদমাধ্যমকে বলে, ‘কাদের বেআইনি ভাবে নিয়োগ করেছি তাদের তালিকা দেখাতে পারছে না ইডি। ওরা কোনও তদন্তই করেনি।’

Shares:

Related Posts

নিউজ

নির্লজ্জ, বিবেক ও মেরুদণ্ডহীন দেব!” চরম অসন্তুষ্ট নেটিজেনরা

Dev Trolled For Her Silence On RG Kar Case আরজি কর কাণ্ডকে (RG Kar Case) কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা এবং ধর্ষণের কাণ্ডে শিউরে উঠেছে গোটা
Civic Volunteer সিভিক ভলেন্টিয়ার
পশ্চিমবঙ্গ

Civic Volunteer – নবান্নের বড় ঘোষণা! পুজোর আগেই বোনাস বাড়ানো হল সিভিক ভলান্টিয়ারদের

Civic Volunteer: প্রায় কিছুদিন ধরেই রাজ্য ছাড়িয়ে সারা দেশের জনগণের কাছে একটাই খবর কান পাতলে শোনা যায়, আর তা হলো আর জি কর ঘটনায় নৃশংস ডাক্তারের খুন। আর এই ঘটনার
পশ্চিমবঙ্গ

প্রবল গরমের পরে বৃষ্টি নামতে চলেছে পশ্চিমবঙ্গে :

দিনদশেকের মধ্যে কি কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়বে? ভারতীয় মৌসম ভবনের তরফে মে'র প্রথম দু'সপ্তাহের যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা আছে বলে আপাতত জানানো হয়নি। আপাতত দুটি
নিউজ

Ramnavami in West Bengal:

রামনবমীতে রক্তাক্ত হয়ে উঠলো বাংলা, বাংলায় ধারালো অস্ত্রের কোপে ও বোমা বর্ষণে জখম হলেন বহু পুলিশ সহ ১৮ জন জনগণ। এবারও রামনবমী ঘিরে বীভৎস সংঘর্ষ ঘটলো পশ্চিমবঙ্গে এমনটাই দাবি করা