নিউজ

ইরান থেকে প্রায় ২০০টি ড্রোন ছোড়া হয়েছিল ইজ়রায়েলি ভূখণ্ড লক্ষ্য করে:

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কী ভাবে একের পর এক ইরানি ড্রোনকে ধ্বংস করে দিচ্ছে ইজ়রায়েল, আমেরিকার গুলি। দেখে মনে হচ্ছে রাতের আকাশে যেন আতশবাজির খেলা শুরু হয়েছে। যদিও সে সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।


আমেরিকার মিসাইল ডিফেন্স এজেন্সির সঙ্গে ইজ়রায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রিজ় যৌথ ভাবে কাজ করে ‘অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম’ তৈরি করেছে। ইজ়রায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে উপরের স্তর হিসাবে এই ব্যবস্থা চালু হয়েছে। ১৯৮০-র দশক থেকে এই ব্যবস্থা গড়ে তোলার কাজে হাত দেয় ইজ়রায়েল এবং আমেরিকা। ফলশ্রুতি হিসাবে ‘অ্যারো ১’ এবং ‘অ্যারো ২’ সিস্টেম চালু হয় পর পর।

বাইরে থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র অল্প এবং মাঝারি দূরত্বে থাকলে সে ক্ষেত্রে ‘অ্যারো ২’ সিস্টেম কার্যকরী হয়। অল্প এবং মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্রকে আকাশেই অকেজো করে দিতে পারে এই ব্যবস্থা। তবে দূরের ক্ষেপণাস্ত্রকে কাবু করতে পারে একমাত্র ‘অ্যারো ৩’, যা ইজ়রায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় সম্প্রতি যুক্ত হয়েছে। রবিবার ইরানের হামলা নিষ্ক্রিয় করতে সেই ‘অ্যারো ৩’ কাজে লেগেছে।

‘অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম’ ছাড়া ইজ়রায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অন্য স্তরগুলি হল ‘আয়রন ডোম’ এবং ‘ডেভিডস স্লিং’। এর আগে হামাসের সঙ্গে যুদ্ধে ‘আয়রন ডোম’-এ সাফল্য পেয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজ়রায়েলের ‘অ্যারো ৩ ডিফেন্স সিস্টেম’ ২০১৫ সালে প্রথম চালু হয়েছিল। একাধিক সাফল্য পেলেও ইজ়রায়েল স্বীকার করেছে, এই ব্যবস্থায় সিরিয়ার বেশ কিছু ক্ষেপণাস্ত্র আটকানো যায়নি। সেখানে ব্যর্থ হয়েছে ইজ়রায়েলের.

Shares:

Related Posts

More Info

সোনালির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন শাহিদ! পাক ক্রিকেটার বললেন, ‘ভাই বড় হয়ে গেছি, এখন আর…’

একটা সময় জোর জল্পনা রটেছিল যে শাহিদ আফ্রিদিকে নাকি মন দিয়েছেন সোনালি বেন্দ্রে। তাঁদের প্রেমের গুঞ্জন রীতিমত মুখর হয়ে উঠেছিল। কিন্তু ব্যাপারটা কি সত্যিই ঘটেছিল? অবশেষে মুখ খুললেন পাক তারকা
সোনার দাম এই মাসে ক্রমশই কমছে সোনার দাম গত কয়েকদিনে বেশ কমেছিল আজও অনেকটাই কমেছে সোনার দাম মূল্যবান ধাতু হল সোনা যতই সোনা কেনা হবে সম্পদ ততই বাড়তে থাকে এই কারণে বরাবরই সোনার চাহিদা বেশি থাকে অনেকেই সোনার দামের Gold Price উপর নির্ভর করে সোনা কেনেন আসুন কলকাতায় সোনার দাম কত সেটি আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কলকাতায় সোনার দাম Gold Price in Kolkata কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৬৮০ টাকা বুধবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৭১০ টাকা WhatsApp এ যুক্ত হন👉 Join Now Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম Gold Price ছিল ৭ হাজার ২৮৭ টাকা বুধবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩২০ টাকা ছিল সোজা দাঁত এবং একটি তুষার সাদা হাসি একটি খুব সহজ উপায় Advertisement এতে দ্রুত রক্তনালী পরিষ্কার হবে রক্তচাপ 12080 এর বেশি হবে না Advertisement যদি আপনার রক্তচাপ 14090 এর বেশি হয় তবে আপনাকে 1 চা চামচ খেতে হবে Advertisement বাড়িতে রক্তনালী পরিষ্কার করা এক সেকেন্ডের মধ্যে রক্তনালী পরিষ্কার হবে রক্তচাপ স্বাভাবিক হবে বৃহস্পতিবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৬ হাজার ৮০০ টাকা বুধবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৭ হাজার ১০০ টাকা বৃহস্পতিবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম Gold Price ছিল ৭২ হাজার ৮৭০ টাকা বুধবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭৩ হাজার ২০০ টাকা ছিল চলতি অগস্ট মাসে সোনা অনেকটাই সস্তা হয়েছিল এই মাসের শুরুতে অনেকটাই কমেছিল সোনার দাম কলকাতায় গত ৭ই অগস্ট ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৩৫০ টাকা ছিল সেদিন ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৯২৭ টাকা ছিল
নিউজ

Gold Price Today : আরও কমে গেল সোনার দাম! আজ কলকাতায় দাম কত?

সোনার দাম এই মাসে ক্রমশই কমছে। সোনার দাম গত কয়েকদিনে বেশ কমেছিল। আজও অনেকটাই কমেছে সোনার দাম। মূল্যবান ধাতু হল সোনা। যতই সোনা কেনা হবে সম্পদ ততই বাড়তে থাকে। এই
নিউজ

ভারতীয় পণ্যবাহী জাহাজ আটক করলেন ইরান:

দিল্লি ও তেহরান দুই জায়গাতেই কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, পণ্যবাহী জাহাজ ‘এমএসসি এরিজ’ এ রয়েছেন ১৭ জন ভারতীয়।      যাতে ওই পণ্যবাহী জাহাজে থাকা ভারতীয়দের খুব