পশ্চিমবঙ্গভাইরাল

আরজি কর: দুর্নীতির তদন্তে প্রশ্ন ১৫ জনকে

আরজি করের দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ১৫ জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁদের বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। রবিবারের অভিযানে বেশ কিছু নথি মিলেছে। তার সঙ্গে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতিরও সম্পর্ক রয়েছে। এই তদন্তও সমানতালে এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই।

আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় ক্রমশ গতি বাড়াচ্ছে সিবিআই। রবিবার এই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ১৫ জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। যাঁদের প্রত্যেকেই ওই অধ্যক্ষের ঘনিষ্ঠ। সোমবার তাঁদের বেশ কয়েকজনকে ফের নিজাম প্যালেসে ডেকে দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।

সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, রবিবারের অভিযানে বেশ কিছু নথি মিলেছে। তদন্তকারীরা মনে করছেন, তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতিরও সম্পর্ক রয়েছে। সে কারণেই খুনের মামলার পাশাপাশি দুর্নীতির তদন্তও সমানতালে এগিয়ে নিয়ে যেতে চাইছে তাঁরা।

রবিবার আরজি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের চিকিৎসক-শিক্ষক দেবাশিস সোমের কেষ্টপুরে বাড়িতে তল্লাশি চলে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় নিজামে প্যালেসে। প্রায় ৮ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। বিকেল চারটে নাগাদ তিনি যান নিজাম প্যালেসে। সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে দেবাশিসকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাঁর বক্তব্যে কিছু অসঙ্গতি থাকায় সোমবার ফের তলব করা হয়। এদিন সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন দেবাশিস। দুপুর ৩ টে নাগাদ সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। পাশাপাশি, এদিন ক্যাফে ব্যবসায়ী চন্দন লৌহের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, রবিবার আরজি কর হাসপাতাল থেকে সন্দীপের ব্যবহৃত কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।

হাসপাতালের অর্থ বিভাগ থেকেও কিছু নথি মিলেছে। যা তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই দাবি তদন্তকারীদের। আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলার তদন্তের জন্য দিল্লি থেকে এদিন অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার এক অফিসার আসেন কলকাতায়। বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যান নিজাম প্যালেসে। আরজি করের তদন্ত কোনপথে এগোবে তা ঠিক করতে সেখানে দীর্ঘসময় ধরে বৈঠক করেন দিল্লির ওই কর্তা।

শ্যামগোপাল রায়২ ০১২ সালে সংবাদপত্রে রিপোর্টার করে।

Shares:

Related Posts

New post

মুখে কৃষ্ণ নাম, মনে চোর, অমানুষ – অদিতি মুন্সির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা

জি বাংলার সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সি (Aditi Munsi) বর্তমানে তৃণমূলের সাংসদ। ভক্তি গানে তিনি সিদ্ধহস্তা। তার গাওয়া কীর্তন, হরিনাম মানুষের মনে গেঁথে আছে। গায়িকা হিসেবে তাকে সম্মান করেন
ভাইরাল

Viral News: চুরি করতে ঢুকে এসির ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়ল চোর, পুলিশের লাঠির ঘায়ে ভাঙল ঘুম

উত্তর প্রদেশের রাজধানী লখনৌ-য়ে চমকপ্রদ ঘটনা। লখনৌয়ের এক বাড়িতে চুরি করতে ঢোকে এক চোর। বাইরে তখন খুব গরম। ঘেমেনেয়ে সে এক বাড়িতে ঢুকে দেখে এসি মেশিন। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ-য়ে
IPL

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ
দেশ ও বিদেশ

Rg Kar Hospital: আরজি করের জন্মদিন পালিত হল শোকের আবহে!

গোটা দেশ বর্তমানে যে ঘটনায় প্রতিবাদী হয়ে উঠেছে সেই আরজি কর হাসপাতালের (Rg Kar Hospital) প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী ছিল শুক্রবার। হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ করের জন্মদিনটি সাধারণত সাড়ম্বরেই পালন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।