New postদেশ ও বিদেশ

আরজি কর কাণ্ডের পর এবার মুখ খুললেন চিরঞ্জিত

আরজিকর কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। এই ঘটনা বর্তমানে আর বাংলার মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও এর প্রভাব পড়েছে। চারদিকে চলছে আন্দোলন, মিছিল। এত মিছিল, আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের সেলিব্রেটিরা। আর এই ঘটনা সারা দেশকে এতটাই নাড়িয়ে তুলেছে যে এ বছর স্বাধীনতা দিবস থেকে শুরু করে রাখি বন্ধন উৎসব কোথাও সেভাবে পালন করা হয়নি।

 

শহরের বুকে তিলোত্তমা নিরাপত্তা অভাবে যেভাবে নৃশংসতর শিকার হয়েছেন তাতেই গোটা বিশ্ব আজ শোকস্তব্ধ। তবুও রীতি মেনে এদিন সকলেই কারও না কারও হাতে পরিয়েছেন রাখী, উৎসবের সামান্য আয়োজনে মানুষের উৎসাহ বাড়াতে যোগ দিয়েছেন তারকারাও। তেমনই বারাসাতের এক রাখী বন্ধন উৎসবে যোগ দিতে দেখা গেল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে (Chiranjeet Chakraborty)। আর সেখানেই তিনি আরজি কর কাণ্ডে মুখ খুললেন।

 

এক সংবাদ মাধ্যমে মুখোমুখি হতে দেখা যায় তাঁকে। বললেন, ‘এই বিষয়টা আর মুখ্যমন্ত্রীর হাতে নেই। আরজি কর কাণ্ডের তদন্ত ভার এখন সিবিআইয়ের হাতে। আর ওদের হাতে থাকা এরকম বহু ঘটনার এখনও কোনও নিষ্পত্তি হয়নি। যদিও ওরা ছাড়া আর কোনও সংগঠন নেই। শেষ পর্যন্ত ওদের দিয়েই তদন্ত করাতে হবে।’

 

এখনই শেষ নয়, চিৎকার করে বললেন ‘এটার থেকে সুন্দর আর কী হতে পারে? গোটা ভারতের মানুষ প্রতিবাদ করছে। সব জায়গায় আন্দোলন হচ্ছে। অন্য জায়গায় চেঁচায় না কেউ। কিন্তু এখানে একটাই স্লোগান আমরা বিচার চাই। কিন্তু চাইব এতে যেন রাজনীতির রং না লাগে।’ তবে শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার অপেক্ষা। সুবিচারের আশায় দিন গুনছে সাধারণ মানুষ। মেয়েরা রাতে কতটা নিরাপত্তা পাবে সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

Shares: