দেশ ও বিদেশনিউজ

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, প্রেসিডেন্সি জেলে পৌঁছল CBI-এর দল

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা! তবে সিবিআই সূত্রে খবর আজই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। কারণ আদালতের নির্দেশ ছিল আজ রবিবার এবং সোমবারের মধ্যেই এই পলিগ্রাফ টেস্ট করাতে হবে সঞ্জয়ের। আর তার ভিত্তিতে আজ সকাল ১১ টা ৩০ নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌছলো সিবিআই আধিকারিকদের দল। সঙ্গে রয়েছে একাধিক কেন্দ্রীয় বাহিনী জানা গেছে সেই মতো প্রশ্ন মালাও তৈরি করে নিয়ে এসেছে সিবিআই আধিকারিকরা।

তিলোত্তমাকে ধর্ষণ-খুনের অভিযোগ জেরায় অস্বীকার করেছে সঞ্জয় রায়। তাই খবর সূত্রের। সেমিনার রুমে সে একেবারেই ঢোকেনি, সিবিআই জেরায় নাকি এমনটাই দাবি ধৃতের। ‘সেমিনার রুমে শুধু উঁকি মেরে দেখেছি’, সিবিআই জেরায় পদে পদে বিভ্রান্তিকর বয়ান সঞ্জয়ের! আর সেই কারণেই শিয়ালদহ আদালতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেন সিবিআইয়ের আধিকারিকরা। তারপরেই শিয়ালদহ আদালতের তরফে এই পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি আরও ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয় আদালত। শনিবারই সন্দীপ ঘোষ সহ এই ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে। বাকি ছিল এই সঞ্জয়। আজ প্রেসিডেন্সি জেলেই হবে তাঁর পলিগ্রাফ টেস্ট।

কিন্তু কীভাবে করা হবে এই পলিগ্রাফ টেস্ট। জানা গেছে, এই টেস্ট করার সময় ওই ব্যক্তিকে অর্ধ চেতন করে দেওয়া হয়। আর তাঁর জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। সেই জন্য শারীরিক অবস্থা স্বাভাবিক রাখতে চলে নজরদারি। এরপর নির্দিষ্ট প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করা হয়। কারণ ওই সময় সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে পারে না। আর তাই যে উত্তরের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিশদে জানা যায় সেই উত্তর পেতে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। মিথ্যা বললেই হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হয়। মিথ্যা বললে অনেকে ঘামতে থাকে। পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আদালতে গ্রাহ্য নয়। শুধুমাত্র এই টেস্ট থেকে তদন্তের সুত্র মিলতে পারে।

Shares:

Related Posts

New post

আরজি কর কাণ্ডের পর এবার মুখ খুললেন চিরঞ্জিত

আরজিকর কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। এই ঘটনা বর্তমানে আর বাংলার মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও এর প্রভাব পড়েছে। চারদিকে চলছে
নিউজ

BJP ফ্লেক্সি পুড়িয়ে দেওয়ার অভিযোগ TMC ওপর:

নির্বাচনী প্রচার একেবারে শেষ লগ্নে। জোর কদমে চলছে প্রস্তুতি। আগামীকাল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে ৩ কেন্দ্রে। তার আগে ২ জায়গায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে পোস্টার ছিঁড়ে
নিউজ

WB  কবে বর্ষণ নামবে দেখতে হলে নীচে Click করুন:

মধ্য অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত। তার ফলে শনিবারও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০
নিউজ

ভোটের আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী : Lok Sabha Election 2024

Lok Sabha Election: প্রথম দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে বাংলায় আরও বাহিনী