দেশ ও বিদেশনিউজ

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, প্রেসিডেন্সি জেলে পৌঁছল CBI-এর দল

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা! তবে সিবিআই সূত্রে খবর আজই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। কারণ আদালতের নির্দেশ ছিল আজ রবিবার এবং সোমবারের মধ্যেই এই পলিগ্রাফ টেস্ট করাতে হবে সঞ্জয়ের। আর তার ভিত্তিতে আজ সকাল ১১ টা ৩০ নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌছলো সিবিআই আধিকারিকদের দল। সঙ্গে রয়েছে একাধিক কেন্দ্রীয় বাহিনী জানা গেছে সেই মতো প্রশ্ন মালাও তৈরি করে নিয়ে এসেছে সিবিআই আধিকারিকরা।

তিলোত্তমাকে ধর্ষণ-খুনের অভিযোগ জেরায় অস্বীকার করেছে সঞ্জয় রায়। তাই খবর সূত্রের। সেমিনার রুমে সে একেবারেই ঢোকেনি, সিবিআই জেরায় নাকি এমনটাই দাবি ধৃতের। ‘সেমিনার রুমে শুধু উঁকি মেরে দেখেছি’, সিবিআই জেরায় পদে পদে বিভ্রান্তিকর বয়ান সঞ্জয়ের! আর সেই কারণেই শিয়ালদহ আদালতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেন সিবিআইয়ের আধিকারিকরা। তারপরেই শিয়ালদহ আদালতের তরফে এই পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি আরও ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয় আদালত। শনিবারই সন্দীপ ঘোষ সহ এই ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে। বাকি ছিল এই সঞ্জয়। আজ প্রেসিডেন্সি জেলেই হবে তাঁর পলিগ্রাফ টেস্ট।

কিন্তু কীভাবে করা হবে এই পলিগ্রাফ টেস্ট। জানা গেছে, এই টেস্ট করার সময় ওই ব্যক্তিকে অর্ধ চেতন করে দেওয়া হয়। আর তাঁর জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। সেই জন্য শারীরিক অবস্থা স্বাভাবিক রাখতে চলে নজরদারি। এরপর নির্দিষ্ট প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করা হয়। কারণ ওই সময় সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে পারে না। আর তাই যে উত্তরের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিশদে জানা যায় সেই উত্তর পেতে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। মিথ্যা বললেই হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হয়। মিথ্যা বললে অনেকে ঘামতে থাকে। পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আদালতে গ্রাহ্য নয়। শুধুমাত্র এই টেস্ট থেকে তদন্তের সুত্র মিলতে পারে।

Shares:

Related Posts

পশ্চিমবঙ্গ

আরজি কর: দুর্নীতির তদন্তে প্রশ্ন ১৫ জনকে

আরজি করের দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ১৫ জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁদের বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। রবিবারের অভিযানে বেশ কিছু
দেশ ও বিদেশ

মুকুল রায়  অসুস্থ হলেন, কলকাতা হাসপাতালে ভর্তি হলেন :

বেশ কয়েকদিন ধরে খাওয়াদাওয়া ঠিকমতো করছিলেন না মুকুল রায়। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Occasion

ঝড়ের বেগে ছোটা বুলেট ট্রেন থমকে যাবে ঝড়ে রেলপথে বসবে অত্যাধুনিক যন্ত্র:

সদ্য প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেশ জুড়ে মোট চারটি বুলেট ট্রেন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিম ভারতে মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত রুটের বুলেট ট্রেনের কাজ অনেকটাই এগিয়েছে। এই
নিউজ

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে, গতকাল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মতোই এগরাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা যখন এগরার কলেজ