IPLখেলা

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক পান্ডিয়ার দল। সেই ম্যাচে বহুদিন বাদে মুম্বইকে চেনা ছন্দে দেখা গিয়েছিল আইপিএলে। আরসিবি’র বিরুদ্ধেও সেই ছন্দ অব্যাহত রাখতে পারবে কি না নীতা আম্বানির দল, তা নিয়ে জোর চর্চা ওয়াকিবহামহলে।

অন্যদিকে, এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন ছাপ ফেলতে পারেনি আরসিবি। টানা তিন ম্যাচে হেরেছে ফাফ দু’প্লেসির দল। যার মধ্যে দুটি ম্যাচ ছিল তাদের নিজেদের ঘরের মাঠেই। ব্যাটারদের দুর্দান্ত ফর্ম থাকলেও আরসিবি টিম ম্যানেজমেন্টকে আসলে চিন্তায় রেখেছে তাদের বোলিং বিভাগের ব্যর্থতা। অতীতের ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি বিরাট কোহলির দল। কিন্তু বিরাট কোহলি জানিয়েছেন তার  ভয়ের  কারণ হল বুমরাহ।,

অন্যদিকে, এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন ছাপ ফেলতে পারেনি আরসিবি। টানা তিন ম্যাচে হেরেছে ফাফ দু’প্লেসির দল। যার মধ্যে দুটি ম্যাচ ছিল তাদের নিজেদের ঘরের মাঠেই। ব্যাটারদের দুর্দান্ত ফর্ম থাকলেও আরসিবি টিম ম্যানেজমেন্টকে আসলে চিন্তায় রেখেছে তাদের বোলিং বিভাগের ব্যর্থতা। অতীতের ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি বিরাট কোহলির দল।

ওয়াংখেড়ের পাটা পিচে বড় রান হবে আশা ক্রিকেট বিশেষজ্ঞদের। যদিও, পিচে শিশির-এফেক্টের কারণে পরে ব্যাট করতে নামা দল বেশি সুবিধা পায় এখানে। দুই দলেরই ব্যাটিং শক্তি যেহেতু দুর্দান্ত, তাই বড় স্কোরিং ম্যাচ দেখা নিয়ে একপ্রকার নিশ্চিত অনুরাগীরাও।

RoKo

আজকের দুই প্রধান খেলোয়াড়ের দিকে নজর থাকবে।,

#@newpost.in

 

 

Shares: