IPLখেলা

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক পান্ডিয়ার দল। সেই ম্যাচে বহুদিন বাদে মুম্বইকে চেনা ছন্দে দেখা গিয়েছিল আইপিএলে। আরসিবি’র বিরুদ্ধেও সেই ছন্দ অব্যাহত রাখতে পারবে কি না নীতা আম্বানির দল, তা নিয়ে জোর চর্চা ওয়াকিবহামহলে।

অন্যদিকে, এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন ছাপ ফেলতে পারেনি আরসিবি। টানা তিন ম্যাচে হেরেছে ফাফ দু’প্লেসির দল। যার মধ্যে দুটি ম্যাচ ছিল তাদের নিজেদের ঘরের মাঠেই। ব্যাটারদের দুর্দান্ত ফর্ম থাকলেও আরসিবি টিম ম্যানেজমেন্টকে আসলে চিন্তায় রেখেছে তাদের বোলিং বিভাগের ব্যর্থতা। অতীতের ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি বিরাট কোহলির দল। কিন্তু বিরাট কোহলি জানিয়েছেন তার  ভয়ের  কারণ হল বুমরাহ।,

Boom boom

অন্যদিকে, এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন ছাপ ফেলতে পারেনি আরসিবি। টানা তিন ম্যাচে হেরেছে ফাফ দু’প্লেসির দল। যার মধ্যে দুটি ম্যাচ ছিল তাদের নিজেদের ঘরের মাঠেই। ব্যাটারদের দুর্দান্ত ফর্ম থাকলেও আরসিবি টিম ম্যানেজমেন্টকে আসলে চিন্তায় রেখেছে তাদের বোলিং বিভাগের ব্যর্থতা। অতীতের ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি বিরাট কোহলির দল।

ওয়াংখেড়ের পাটা পিচে বড় রান হবে আশা ক্রিকেট বিশেষজ্ঞদের। যদিও, পিচে শিশির-এফেক্টের কারণে পরে ব্যাট করতে নামা দল বেশি সুবিধা পায় এখানে। দুই দলেরই ব্যাটিং শক্তি যেহেতু দুর্দান্ত, তাই বড় স্কোরিং ম্যাচ দেখা নিয়ে একপ্রকার নিশ্চিত অনুরাগীরাও।

RoKo

আজকের দুই প্রধান খেলোয়াড়ের দিকে নজর থাকবে।,

#@newpost.in

 

 

Shares:

Related Posts

IPL

MI vs CSK DREAM 11 PREVIEW:

রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে আইপিএলের দুই সফলতম দলের দ্বৈরথ। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে।যদিও দুজনের
IPL

PBKS vs MI DREAM11 TOP TEAM:

আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্ত্বেও ১৮৩ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। মোড় ঘোরানো উইকেটপাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচ শেষ
IPL

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

Edit by......newpost.in Edit by......newpost.in Edit by……newpost.in ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস।
IPL

Ipl 2024,LSG vs DC Dream11 Top team:

পাওয়ার প্লেতে নিজের তৃতীয় ওভারের শুরুটা দুরন্ত এক বাউন্সারের মাধ্যমে করেছিলেন খলিল। প্রথম বলেই তীক্ষ্ণ বাউন্সারে দেবদূত পাড়িক্কালকে ব্যাকফুটে পাঠিয়ে দেন তিনি। ঠিক পরের ফুল লেংথ বলেই এলবি হন পাড়িক্কাল।