IPLখেলা

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে আসেন কেকেআরের ব্রিটিশ তারকা। ৯টি ইনিংসে তিনি সাকুল্যে ৩৯২ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৯ রানের। সল্ট এখনও পর্যন্ত ৪৪টি চার ও ২২টি ছক্কা মেরেছেন। ছবি- এএনআই।

 ইডেনে কেকেআরের বিরুদ্ধে ২৭ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে উঠে আসেন দিল্লি দলনায়ক ঋষভ পন্ত। ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি সাকুল্যে ৩৯৮ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। পন্তের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৮ রানের। ঋষভ এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৩১টি চার ও ২৪টি ছক্কা মেরেছেন। ছবি- এএনআই।

 আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপ যথরীতি নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। আরসিবি তারকা ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন ৫০০ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৩ রানের। তিনি ৪৬টি চার ও ২০টি ছক্কা মেরেছেন। চলতি আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় বিরাট রয়েছেন সবার উপরে। ছবি- এএফপি।

রুতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ, চেন্নাই দলনায়ক চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে রুতুরাজ সাকুল্যে ৪৪৭ রান সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত। তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৮ রানের। তিনি ৪৮টি চার ও ১৩টি ছক্কা মেরেছেন। ছবি- এএফপি। 

Shares:

Related Posts

নিউজ

  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP:

  অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই দেশে সরব হতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। এরই মধ্যে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামীতে গোটা দেশে কার্যকর করার
IPL

IPL 2024 List Bangla :: IPL 2024 :: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB, আই পি এল সূচি

লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর সাধারণ নির্বাচনের জন্য এদেশে নির্বিঘ্নে আইপিএল আয়োজন নিয়ে সংশয়
পশ্চিমবঙ্গ

আর জি কর হাসপাতাল: ‘নিয়মরক্ষার মতো চলছে আউটডোর’, ক্যান্সার আক্রান্তদের চোখে জল

আর জি কর : ক্যান্সার আক্রান্তদের চোখের জল। তাঁদের পরিজনদের করজোড়ে অনুরোধ। প্রবল শারীরিক যন্ত্রণা। চিকিৎসা না পেয়ে হতাশা, আতঙ্ক যাই হোক আর জি করে চিকিৎসা না পেয়ে চরম অনিশ্চয়তা
IPL

Rohit Sharma: কেন মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত আচরণ করেন রোহিত? মজার উত্তর দিলেন সামি, শ্রেয়সরা

ক্রিকেট মাঠে রোহিত শর্মার কার্যকলাপ নিয়ে বহু চর্চা রয়েছে। মাঝেমধ্যেই বিভিন্ন আঙ্গিকে ধরা দেন ভারতের নেতা। কখনও মজার কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও বা রেগে গিয়ে গালিগালাজ করতে শোনা