বিনোদনলাইফ স্টাইল

অধ্যয়ন সুমনের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

kangana2

অভিনয়ের সঙ্গে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। মেজাজ হারিয়ে প্রায়ই রুদ্র রূপ ধারণ করেন তিনি। একাধিক বার বেফাঁস মন্তব্যও করেছেন। তাই অভিনেত্রীর নিন্দকও রয়েছে অসংখ্য। তবে একটা সময়ে কঙ্গনার লাবণ্যে মুগ্ধ ছিলেন অনুরাগীরা। প্রথম ছবি থেকেই কোঁকড়া চুলের অধিকারিণী মাত করেছিলেন সৌন্দর্যে। সম্প্রতি সেই পুরনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

kangana2
kangana2

এই মুহূর্তে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা। প্রচারের জন্যই একটি রিয়্যালিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল। ২০০৯ সালে কঙ্গনার ‘রাজ়: দ্য মিস্টরি কন্টিনিউজ়’ ছবিতে একটি গান গেয়েছিলেন তিনি। সেই স্মৃতিই ফের তুলে ধরেন কঙ্গনা। ছবিতে প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবির ‘সোনিয়ো’ গানটি সেই সময়ে সাড়া ফেলেছিল। কঙ্গনা ও অধ্যয়নের রসায়নেও মজেছিলেন অনেকে।

কঙ্গনা সেই গান নিয়ে মন্তব্য করেন, “আমার ছবিতে সোনু স্যর ‘সোনিয়ো’ নামে একটি গান গেয়েছিলেন। আমার জন্য গান গেয়েছিলেন শ্রেয়া ম্যাম।” ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফের সেই অংশটি গাওয়ার অনুরোধ জানান শ্রেয়াকে। সাংসদ-অভিনেত্রীর অনুরোধ গ্রহণ করেন গায়িকা। এক প্রতিযোগীর সঙ্গে জোট বেঁধে গান গেয়ে পুরনো স্মৃতি মনে করিয়ে দেন তিনি। কঙ্গনা নিজেও গুনগুন করে ওঠেন। গান শেষে করতালিতে ভরিয়ে দেন মঞ্চ। কঙ্গনা নিজেও যে অতীতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, তা তাঁর চোখে মুখে ভেসে ওঠে আলো। সেই মুহূর্ত এখন সমাজমাধ্যমে ভাইরাল।

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Kangana Ranaut

Shares:

Related Posts

নিউজ

মেদবহুল থেকে নির্মেদ হয়ে ওঠার পিছনে সারা আলির অনুপ্রেরণা ছিলেন একজন, কে তিনি?

অভিনেত্রী সারা আলি খানের ৪৫ কেজি ওজন ঝরানোর পিছনে কার অনুপ্রেরণাও কাজ করেছিল? ছবি: সংগৃহীত। এক সময় চেহারার জন্য যাঁকে কটাক্ষ শুনতে হয়েছে, এখন তাঁর নির্মেদ শরীরই চর্চার বিষয়। একসময়
বিনোদন

বাবা হলে বুঝবি, বলতেন বাবা-মা…’ মেয়ে নবন্যার জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের

‘নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল
টলিউড

অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত ? শ্রীলেখা

ভারতের মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন। এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ
বিনোদন

TV in Local Train: বাংলার লোকাল ট্রেনে টিভি, মন ভালো করা বিনোদন! চলছে কার্টুন, আর কী কী থাকছে?

একঘেয়ে সফর আর নয়। লোকাল ট্রেনে চলছে টিভি। চলছে কার্টুন। শৈশবে ফিরছেন অফিসযাত্রীরা। 1/5ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেন। রোজকার কর্মস্থলে যাওয়া। কিংবা কলকাতায় অফিস সেরে ক্লান্ত শরীরে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে