IPLখেলা

শেষ তিন বলে তিনটা ছক্কা খেয়ে  হাদিক বিপাকে পড়লেন :

রোহিতের সেঞ্চুরি
৬১ বলে আইপিএলের দ্বিতীয় শতরান হাঁকালেন রোহিত শর্মা। তবে দুর্ভাগ্যবশত তিনি মুম্বইকে জেতাতে পারবেন না।

গত ওভারে ১৯ রান উঠেছিল। মনে হচ্ছিল ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই চলবে। কিন্তু পরের ওভারেই ফের ধাক্কা। ফের সেই পাথিরানা। অনেকে তাঁর বোলিং অ্যাকশনের জন্য তাঁর মধ্যে মালিঙ্গার ছায়া দেখতে পান। সেই মালিঙ্গার উপস্থিতিতেই তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ছন্দে পাথিরানা। মালিঙ্গার মতোই ঠিকানা লেখা ইয়র্কারে ভাঙলেন রোমারিও শেফার্ডের উইকেট। ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল মুম্বই।

১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৫৯/৬। শেষ দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৪৭ রান। পল্টনদের শেষ ভরসা রোহিত।চাপে মুম্বই
ব্যাট হাতে প্রভাব ফেলতে ব্যর্থ অধিনায়ক হার্দিক। মাত্র দুই রানে পাণ্ড্যকে ফেরালেন মুম্বইয়ের ঘরের ছেলে তুষার। ওভারে মাত্র তিন রান দিয়ে নিলে এক উইকেট। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৫/৪। মুম্বইয়ের যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।

পাথিরানার তৃতীয় সাফল্য
একদিকে যেখানে মুম্বই ব্যাটারদের ছেকাতে হিমশিম খাচ্ছেন সিএসকের বাকি বোলাররা, সেখানে মাথিশা পাথিরানা দুরন্ত ছন্দে বোলিং করছেন। তিলক বর্মাকে ৩১ রানে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় সাফল্যে পেলেন তিনি। ১৩০ রানে তৃতীয় উইকেচ হারাল পল্টনরা। মুম্বইকে জয়ের হ্যাটট্রিক করতে হলে ৩৭ বলে আরও ৭৭ রান করতে হবে।

ক্যাচ মিস
রবীন্দ্র জাডেজার বলে ১১তম ওভারে স্যুইপ মারতে গিয়ে সঠিক সংযোগ ঘটাতে পারেননি রোহিত শর্মা। ফাইন লেগ থেকে অনেকটা ছুটে এসে বলের নাগালও পেয়ে যান তুষার দেশপাণ্ডে। তবে তিনি নিজেকে সামলাতে পারেননি। বল তাঁর হাতে লেগে বাউন্ডারি পার চলে যায়। শতরানের গণ্ডিও পার করে ফেলে মুম্বই। ১১ ওভার শেষে প্লটনদের স্কোর ১০৮/২। রোহিত ৬৬ রানে ব্যাট করছেন।

Shares:

Related Posts

IPL

GT vs RCB Dream11 SCORE:

রেকর্ড রান তুলেও স্বল্প ব্যবধানে ম্যাচ জিতছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ঘরের মাঠে ২০০ তুলেও উড়ে গেল গুজরাত টাইটান্স। ৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
IPL

RR vs GT SCORE IPL 2024 : মরসুমের সবচেয়ে বড় জয়, রয়্যালসের ডেরায় দাপট গিলের

EDIT BY: newpost.in ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 17তম সংস্করণে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে। জয়পুর : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার
খেলা

যশস্বী, শুভমন নয়! রোহিতের সঙ্গে ওপেন করবেন এই নির্বাসিত প্লেয়ার, ভুল শোধরাবে BCCI

2024 সালের T20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলবে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার হয়ে কোন কোন খেলোয়াড় মাঠে নামবেন তা এখনও পর্যন্ত
IPL

Rohit Sharma: কেন মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত আচরণ করেন রোহিত? মজার উত্তর দিলেন সামি, শ্রেয়সরা

ক্রিকেট মাঠে রোহিত শর্মার কার্যকলাপ নিয়ে বহু চর্চা রয়েছে। মাঝেমধ্যেই বিভিন্ন আঙ্গিকে ধরা দেন ভারতের নেতা। কখনও মজার কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও বা রেগে গিয়ে গালিগালাজ করতে শোনা