নিউজপশ্চিমবঙ্গ

ভোর রাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু  ৯ জনের:

ভোররাত ৩ টে নাগাদ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে গেল রাজস্থানের ঝালোয়ারে। পুলিশ জানিয়েছে ভ্যান আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কের রেশ এলাকায়।

রবিবার ভোররাত ৩ টে নাগাদ ভোপাল-ঝালোয়ার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে যায়। পুলিশ জানিয়েছে, ১০ জনকে নিয়ে ওই ভ্যান যাচ্ছিল রাস্তা দিয়ে। ভোররাতে ওই ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় ট্রাকের। জানা গিয়েছে বিয়েবাড়ি থেকে ফিরছিল ভ্যানটি। ভ্যানে যাঁরা ছিলেন তাঁরা সকলেই বিয়েবাড়ি থেকে আসছিলেন।

আকলেরা পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, মধ্যপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ভ্যানটি। ভ্যানে চড়েছিলেন ১০ জন। আর ভোররাতে সেই ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকের। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনেকে। পুলিশ জানিয়েছে, ট্রাক ভুল দিক দিয়ে আসছিল। তার কারণেই এই দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রাকটি ভোররাতে ওই ভ্যানকে ধাক্কা মারে বলে জানিয়েছে পুলিশ।

এনএইচ ৫২ তে এই দুর্ঘটনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই স্থানীয়রা সেখানে দৌড়ে যান। আহত অবস্থায় অনেককেই হাসপাতালে নিয়ে যান তাঁরা। তবে হাসপাতালে নিয়ে যেতেই ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ১ জন গুরুতর আহত ছিলেন। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Shares:

Related Posts

IPL

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ
নিউজ

১ লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে? 

রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম।
New post

চাকরী প্রার্থীদের জন্য বড় খবর, হলদিয়া ছাড়িয়ে এবার কর্মসংবাদের আওতায় আসছে আরও ২ বড় শিল্পাঞ্চল !

শিল্পাঞ্চলের চাকরীপ্রার্থীদের জন্য দারুন সুখবর। হলদিয়ায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার কর্মসংবাদের আওতায় আনা হচ্ছে আরও দুই জনপ্রিয় শিল্প শহরকে। ধাপে ধাপে রাজ্যের সর্বত্রই শিল্পাঞ্চলে কাজের হাল হকিকৎ এই পোর্টালের