Businessesভাইরাল

ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নাগার্জুনার স্থাপনার একাংশ, মুখ খুললেন অভিনেতা

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টার’ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে হায়দরাবাদের ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেটস মনিটরিং প্রোটেকশন (এইচওয়াইডিআরএএ)। গত ২৩ আগস্ট কনভেনশন সেন্টারের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টারটি’ ১০ একর জায়গার নিয়ে গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, থিমিডকুন্তা লেকের ১.১২ একর জমি ভরাট এবং বাফার জোন থেকে ২ একর জমি দখল করে সেন্টারটি নির্মাণ করেছেন নাগার্জুনা। অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিনেতার সেন্টার ভেঙে ফেলার পদক্ষেপ নেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কনভেনশন সেন্টারের কিছু অংশ ভাঙার পর হাই কোর্টের নির্দেশে তা আপাতত স্থগিত রয়েছে।

এ বিষয়ে নাগাজুর্না তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “আদালতের স্টে অর্ডার থাকার পরও ‘এন কনভেনশন’ সেন্টার ভাঙার কাজটি খুবই বেদনাদায়ক। আমি কোনো অন্যায় করিনি। তাই সুনাম রক্ষার জন্য এই বিবৃতি দিচ্ছি।”

অবৈধ জমিতে কনভেনশন সেন্টার তৈরি করা হয়নি। এ তথ্য উল্লেখ করে নাগার্জুনা লেখেন, ‘আমি অবৈধ কোনো জমির ওপরে কোনোরকম ভবন তৈরি করিনি। এটা ব্যক্তিগত জমিতে তৈরি করা হয়েছে। এটি না ভাঙার জন্য আদালতের স্টে অর্ডার রয়েছে। এটি পরিষ্কার করে বলতে চাই, ভুল তথ্যের ভিত্তিতে এটি ভাঙা হয়েছে। এটি যে ভেঙে ফেলা হবে তারও কোনো নোটিস আজ (২৪ আগস্ট) সকালে আমাকে দেওয়া হয়নি।’

মানুষের কাছে ভুল তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে নাগার্জুনা লেখেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে দেশের আইন মান্য করি। এটি ভাঙার বিষয়ে রায় স্থগিত রয়েছে। আদালতের রায় যদি আমার বিরুদ্ধে যেত, তবে আমি এটি ভেঙে ফেলার পদক্ষেপ নিতাম। আমার বিরুদ্ধে ভুল তথ্য মানুষের কাছে ছড়ানো হচ্ছে।’

Shares:

Related Posts

IPL

PBKS vs SRH IPL PREVIOUS DAY RESULT NEW POST: রিঙ্কু সিং হয়ে উঠতে পারলেন না আশুতোষ-শশাঙ্ক.

পুরো ম্যাচের পরিস্থিতি এক পাশে থাক। শেষ দু ওভারে পঞ্জাব কিংসের লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। ক্রিজে শশাঙ্ক সিং। গত ম্যাচে তাঁর ব্যাটেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস। ১৯ তম
টলিউড

ধর্ষণের হুমকি, আইনের আশ্রয় নিলেন মিমি

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে শুরু থেকেই সরব অভিনেত্রী মিমি চক্রবর্তী। ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে এমন সরব হওয়ার পরেই প্রকাশ্যে ধর্ষণের হুমকি
মহম্মদ শামি
খেলা

ভারতের টি২০ দল ঘোষিত, ৪৩১ দিন পর ভারতের জার্সিতে নামবেন শামি

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন মহম্মদ শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হবে বাংলার পেসারের। নজর ছিল মহম্মদ শামির দিকে। ভারতীয় দলে তিনি ফিরতে
health

এত খারাপ অভিনয় – জোকার!”, ঋতুপর্ণাকে ধুয়ে দিলেন নেটিজেনরা

গত ৯ ই আগস্ট রাতে কলকাতার আরজি কর (RG Kar Incident) মেডিকেল কলেজে ঘটে গিয়েছে এক নারকীয় ঘটনা। এক তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে বলে অভিযোগ। যার