বিনোদনসিরিয়াল

বাবা হলে বুঝবি, বলতেন বাবা-মা…’ মেয়ে নবন্যার জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের

‘নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল নায়কের জীবন, তা ভাগ করে নেন অভিনেতা।

নবন্যার জন্মদিন উপলক্ষ্যে ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন জিৎ। সেখানে নবন্যার নানা দুষ্টু -মিষ্টি মুহূর্তের ভিডিয়োর কোলাজ শেয়ার করে নেন অভিনেতা। ভিডিয়োটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন। ‘কোনও না কোনও সময় সকলেই তাঁর বাবা -মায়ের একটা কথা শুনেছেন যে, নিজেরা যখন বাবা -মা হবে তখন বুঝতে পারবে। ১২-১২-১২ (২০১২ সালের ১২ ডিসেম্বর) আমি বুঝতে পেড়েছিলাম যখন আপনি আমাদের জীবনে তুমি এসেছিলে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে তাঁরা কেন এমন কথা বলতেন। তাঁদের কথার আসল অর্থ তখন বুঝেছিলাম। আর এই বুঝতে থাকা এখনও অব্যাহত রয়েছে। নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়। কোনও শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব নয়, যতক্ষণ না কেউ এটা অনুভূতি করছেন ততক্ষণ তিনি এটা বুঝতে পারবেন না। আমাদের জীবনে তোমাকে পেয়ে নিজেদের ধন্য মনে হয়! শুভ সোনালি জন্মদিন নবন্যা।’

ভগবানের আশীর্বাদ হিসেবে তাঁদের জীবনে নবন্যা আসার জন্য নায়ক ঈশ্বর ও তাঁর মা -বাবার কে ধন্যবাদ জানান। তাছাড়াও অভিনেতা লেখেন, ‘আমি সত্যিই তোমাদের সঙ্গে থেকে জেন জি ও জেন আলফার সম্পর্কে বিভিন্ন কিছু শিখতে পারছি, এটা আমি উপভোগও করি। মাঝে মাঝে মানিয়ে নিতে কষ্ট হয় কিন্তু তাও চেষ্টা চালিয়ে যাবো কথা দিচ্ছি!’

 

প্রসঙ্গত, অক্টোবরে ১ বছর পূর্ণ হয় জিতের ছেলে রোনাভের। বেশ ধুমধাম করেই তাঁর জন্মদিন পালন করলেন অভিনেতা। সেই পার্টিতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন টলিপাড়ার পরিচিত মুখেরা। টু টায়ারের কেক কেটে ছোট্ট রোনাভের জন্মদিন পালন করা হয়। জিতের স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি। জিৎ-কন্যা নভন্যা হাজির ছিল পার্টিতে। রোনভ বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটে।

মেয়ে নভন্যা হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হন জিৎ-মোহনা। ২০২৩ সালের ১৬ অক্টোবর জন্ম হয়েছিল রোনাভের। সেই সুখবর শেয়ার করে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

Shares:

Related Posts

নিউজ

মেদবহুল থেকে নির্মেদ হয়ে ওঠার পিছনে সারা আলির অনুপ্রেরণা ছিলেন একজন, কে তিনি?

অভিনেত্রী সারা আলি খানের ৪৫ কেজি ওজন ঝরানোর পিছনে কার অনুপ্রেরণাও কাজ করেছিল? ছবি: সংগৃহীত। এক সময় চেহারার জন্য যাঁকে কটাক্ষ শুনতে হয়েছে, এখন তাঁর নির্মেদ শরীরই চর্চার বিষয়। একসময়
Serial

অনুরাগের পর সর্বোচ্চ টিআরপি দেওয়া সিরিয়াল নিম তাই তাকে দূর্বল ভাবা বোকামি!-নিম ভার্সেস উড়ান টক্কর

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। বরাবর এই ধারাবাহিক টি আর পিতে ভালো ফল করেছে, কিন্তু সম্প্রতি এই ধারাবাহিককে নিয়ে প্রতিপক্ষ চ্যানেলের কিছু ভক্তদের সাথে ঝামেলা বেঁধেছে। প্রতিপক্ষ চ্যানেলের
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জানুয়ারি ফুল এপিসোড অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
Serial

অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব-15-জানুয়ারি-ফুল-এপিসোড-অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব

অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল, স্টার জলসা সিরিয়াল আজকের পর্ব অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড, অনুরাগের ছোঁয়া
kangana2
বিনোদন

অধ্যয়ন সুমনের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

অভিনয়ের সঙ্গে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। মেজাজ হারিয়ে প্রায়ই রুদ্র রূপ ধারণ করেন তিনি। একাধিক বার বেফাঁস মন্তব্যও করেছেন। তাই অভিনেত্রীর নিন্দকও রয়েছে অসংখ্য। তবে একটা সময়ে কঙ্গনার