in

বাংলায় বেশি আসনে ফুটবে পদ্ম, দাবি সমীক্ষায়:

#image_title

কয়েক বছর আগেও বাংলায় বিজেপির শক্তি ছিল মাত্র ২ বিধায়কের। সঙ্গে দার্জিলিং এবং আসানসোল কেন্দ্রের দুই সাংসদের। সেখান থেকে ২০১৯ সালে পুরোপুরি খেলা ঘুরিয়ে দিয়েছিল বিজেপি। রাজ্যের ১৮টি লোকসভা আসনে জয়ী হয়েছিল পদ্ম শিবির। আর গতবার তৃণমূল কংগ্রেসের লোকসভা আসন সংখ্যা কমে হয়েছিল ২২। এবার মমতার দল নেমে যেতে পারে বিজেপির থেকে নীচে। এমনই ইঙ্গিত মিলেছে টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষায়।  

২০১৯ সালে বাংলায় বামেদের সরিয়ে দ্বিতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল বিজেপি। তবে এরপরেও ২০২১ সালের বিধানসভা ভোটে সেভাবে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে পারেনি গেরুয়া শিবির। বাম-কংগ্রেস শূন্যে দাঁড়িয়ে থাকলেও বিরোধী পরিসর ছড়িয়ে দিতে পারেনি বিজেপি। মাত্র ৭৭টি আসনে তারা জয়ী হয়েছিল। ২০২১ সালের নিরিখে পশ্চিমবঙ্গের মাত্র ৯টি লোকসভা আসন বিজেপির ঝুলিতে যেতে পারে।  

  আগে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালের ভোটে বিজেপির ভোট শতাংশ কমেছিল রাজ্যে। গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৪৩.৩ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপি সেবারে পেয়েছিল ৪০.৭ শতাংশ ভোট। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৮.০২ শতাংশ ভোট। এদিকে বিজেপি পেয়েছিল ৩৮.১৫ শতাংশ ভোট।   

 তবে টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি। টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির ঝুলিতে আসতে পারে ২০ থেকে ২৪টি আসন। এদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৭ থেকে ২১টি আসন। আর বাম-কংগ্রেস জোট মিলে খাতা খুললেও খুলতে পারে এই রাজ্যে। সেই আবহে কংগ্রেসের ঝুলিতে সর্বোচ্চ একটি আসন যেতে পারে।  

Avatar

Written by Subhankar giri

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

দক্ষিণবঙ্গে জেলায়  রাতের তাপমাত্রা  স্বাভাবিকের থেকে  ৫ ডিগ্রি পর্যন্ত বেশী

Ramnavami in West Bengal: