নিউজপশ্চিমবঙ্গ

নির্লজ্জ, বিবেক ও মেরুদণ্ডহীন দেব!” চরম অসন্তুষ্ট নেটিজেনরা

Dev Trolled For Her Silence On RG Kar Case

আরজি কর কাণ্ডকে (RG Kar Case) কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা এবং ধর্ষণের কাণ্ডে শিউরে উঠেছে গোটা বিশ্ব। শাসকের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্যবাসী। এমতাবস্থায় শাসক ঘনিষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীরাও পড়ছেন সাধারণের রোষে। রচনা ব্যানার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ গাঙ্গুলীর পর এবার দেব (Dev)। তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করে চরম কটাক্ষের সম্মুখীন হলেন দেব। তাতে দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে একটি জিমে তিনি ওয়াক্যালেটরে ছুটে শরীর চর্চা করছেন। যদিও অন্যান্য সময়ের মতো দেবের এই ছবি দেখে মোটেই খুশি হননি তার ভক্তরা। বরং তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে বেজায় অসন্তুষ্ট তারা।

 

আরজি করের মহিলা চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তা কার্যত দুঃস্বপ্নের মত। ঘটনার এক সপ্তাহের পরেও এর রেশ কাটছে না সাধারণের মন থেকে। সেখানে দেবের এমন ক্যাজুয়াল পোস্ট দেখে বেশ অবাক হয়েছেন সকলে। কমেন্ট বক্সে কেউ লিখছেন, “বিবেকের সঙ্গে লজ্জা এভাবে বিসর্জন দিলেন?” কেউ লিখছেন, “খাদান বয়কট করব।” আবার কেউ লিখছেন, “নির্বাচনের আগে গরিবের বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন। এখন চুপ কেন? ওর মুখ থেকে ওর বক্তব্য শুনতে চাই।”

 

এখানেই শেষ নয়। দেবের কাছে উত্তর চেয়ে কেউ লিখছেন, “লজ্জাজনক। আপনার থেকে এই নীরবতা আশা করা যায় না।” কেউ লিখছেন, “আমি আপনার অনুরাগী এটা ভাবলেই লজ্জা হচ্ছে।” দেব কোনও মন্তব্য করেননি। তবে কমেন্ট বক্স অফ করে দেননি তিনি। এত নেগেটিভ কমেন্ট হলেও তিনি কোনও কমেন্ট মুছেও ফেলেননি।

 

উল্লেখ্য, দেব কিন্তু আগেই তার আসন্ন ‘খাদান’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দিয়েছেন। এই অশান্ত পরিস্থিতিতে তিনি ছবির প্রচার করতে রাজি নন। এতে তার প্রোডাকশন হাউসের ক্ষতি হবে। কিন্তু এতেও তার কোনও আপত্তি নেই। এমনটাই জানিয়েছেন অভিনেতা।

Shares:

Related Posts

IPL

GT vs RCB Dream11 SCORE:

রেকর্ড রান তুলেও স্বল্প ব্যবধানে ম্যাচ জিতছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ঘরের মাঠে ২০০ তুলেও উড়ে গেল গুজরাত টাইটান্স। ৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
health

এত খারাপ অভিনয় – জোকার!”, ঋতুপর্ণাকে ধুয়ে দিলেন নেটিজেনরা

গত ৯ ই আগস্ট রাতে কলকাতার আরজি কর (RG Kar Incident) মেডিকেল কলেজে ঘটে গিয়েছে এক নারকীয় ঘটনা। এক তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে বলে অভিযোগ। যার
পশ্চিমবঙ্গ

আর জি কর হাসপাতাল: ‘নিয়মরক্ষার মতো চলছে আউটডোর’, ক্যান্সার আক্রান্তদের চোখে জল

আর জি কর : ক্যান্সার আক্রান্তদের চোখের জল। তাঁদের পরিজনদের করজোড়ে অনুরোধ। প্রবল শারীরিক যন্ত্রণা। চিকিৎসা না পেয়ে হতাশা, আতঙ্ক যাই হোক আর জি করে চিকিৎসা না পেয়ে চরম অনিশ্চয়তা
নিউজ

দক্ষিণবঙ্গে জেলায়  রাতের তাপমাত্রা  স্বাভাবিকের থেকে  ৫ ডিগ্রি পর্যন্ত বেশী

৪০ ছুঁই ছুঁই কলকাতার পারদ। তাপপ্রবাহের কবলে পড়ল ৪ জেলা। আজ তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩ জেলা। আগামিকাল পশ্চিমাঞ্চলের সব জেলায় তাপপ্রবাহ বইবে। আজ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর তাপপ্রবাহের