in ,

নিজের ছবির গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা! অতীতে ডুব দিয়ে প্রাক্তন প্রেমিককে মনে করলেন ‘কুইন’!

নিজের ছবির গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা! অতীতে ডুব দিয়ে প্রাক্তন প্রেমিককে মনে করলেন ‘কুইন’!

অভিনয়ের সঙ্গে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। মেজাজ হারিয়ে প্রায়ই রুদ্র রূপ ধারণ করেন তিনি। একাধিক বার বেফাঁস মন্তব্যও করেছেন। তাই অভিনেত্রীর নিন্দকও রয়েছে অসংখ্য। তবে একটা সময়ে কঙ্গনার লাবণ্যে মুগ্ধ ছিলেন অনুরাগীরা। প্রথম ছবি থেকেই কোঁকড়া চুলের অধিকারিণী মাত করেছিলেন সৌন্দর্যে। সম্প্রতি সেই পুরনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

এই মুহূর্তে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা। প্রচারের জন্যই একটি রিয়্যালিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল। ২০০৯ সালে কঙ্গনার ‘রাজ়: দ্য মিস্টরি কন্টিনিউজ়’ ছবিতে একটি গান গেয়েছিলেন তিনি। সেই স্মৃতিই ফের তুলে ধরেন কঙ্গনা। ছবিতে প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবির ‘সোনিয়ো’ গানটি সেই সময়ে সাড়া ফেলেছিল। কঙ্গনা ও অধ্যয়নের রসায়নেও মজেছিলেন অনেকে।

ছবি দেখে এসেই অসুস্থ টিকু তালসানিয়া, মস্তিষ্কে রক্তক্ষরণের পর এখন কেমন আছেন অভিনেতা?

কঙ্গনা সেই গান নিয়ে মন্তব্য করেন, “আমার ছবিতে সোনু স্যর ‘সোনিয়ো’ নামে একটি গান গেয়েছিলেন। আমার জন্য গান গেয়েছিলেন শ্রেয়া ম্যাম।” ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফের সেই অংশটি গাওয়ার অনুরোধ জানান শ্রেয়াকে। সাংসদ-অভিনেত্রীর অনুরোধ গ্রহণ করেন গায়িকা। এক প্রতিযোগীর সঙ্গে জোট বেঁধে গান গেয়ে পুরনো স্মৃতি মনে করিয়ে দেন তিনি। কঙ্গনা নিজেও গুনগুন করে ওঠেন। গান শেষে করতালিতে ভরিয়ে দেন মঞ্চ। কঙ্গনা নিজেও যে অতীতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, তা তাঁর চোখে মুখে ভেসে ওঠে আলো। সেই মুহূর্ত এখন সমাজমাধ্যমে ভাইরাল।

 

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Avatar

Written by NewPost

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

OnePlus 13R এর স্পেসিফিকেশন

Snapdragon 8 Elite চিপসেটের সাথে উন্মোচিত হয়েছে OnePlus 13, সাথে আছে OnePlus 13R

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জানুয়ারি ফুল এপিসোড অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব-15-জানুয়ারি-ফুল-এপিসোড-অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব