Newsপশ্চিমবঙ্গ

দিঘায় হোটেলের ঘর দেখানোর নাম করে পর্যটককে গণধর্ষণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

হোটেলের ঘর দেখানোর নাম করে পর্যটককে গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের দিঘায়। অভিযোগ, বাধা দিতে গেলে সঙ্গীকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র শোরগোল তৈরি হয়েছে এলাকায়।

 

তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় জড়িত আরও দু’জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শনিবার রাতে দিঘার রতনপুরেরব কাছে ঘটনাটি ঘটেছে।

 

প্রসঙ্গত, রবিবার সকালে দিঘার বাইপাসের ধারের একটি খাল থেকে উদ্ধার হয়েছিল একটি কাটা মাথা। তারপরই এই গণধর্ষণের ঘটনা সামনে আসায় সামগ্রিকভাবে পর্যটন শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, ধৃত দু’জনের বিরুদ্ধে ধর্ষণ, মারধর এবং চুরি, ছিনতাইয়ের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বান্ধবীকে নিয়ে দিঘায় পৌঁছন এক ব্যক্তি। দিঘার বিচে ঘোরাফেরা করার সময় দু’জন ব্যক্তি নিজেদের স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে আলাপ জমান। কম পয়সায় ভাল হোটেল খুঁজে দেবেন বলে জানান।

 

পুলিশকে ওই নির্যাতিতা পর্যটক জানিয়েছেন, দিঘার রতনপুরের কাছে তাঁদের নিয়ে যাওয়া হয়। এলাকাটি ফাঁকা। পাশেই জঙ্গল। সেখানেই পুরুষ বন্ধুর হাত, পা বেঁধে ফেলে রেখে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই দুই অপরিচিত ব্যক্তির সঙ্গে আরও দু’জন ছিল বলে পুলিশকে জানান নির্যাতিতা। এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Shares:

Related Posts

IPL

টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে দলকে ডুবিয়ে নিজের জন্য খেলেছেন পন্ত ?

টি-২০ ক্রিকেটে ঘাড়ের উপর ২৬৬ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলের চাপে পড়ে যাওয়াই স্বাভাবিক। এমন বিরাট টার্গেট তাড়া করতে হলে শুরু থেকে ব্যাট চালানো ছাড়া উপায়
পশ্চিমবঙ্গ

আর জি কর হাসপাতাল: ‘নিয়মরক্ষার মতো চলছে আউটডোর’, ক্যান্সার আক্রান্তদের চোখে জল

আর জি কর : ক্যান্সার আক্রান্তদের চোখের জল। তাঁদের পরিজনদের করজোড়ে অনুরোধ। প্রবল শারীরিক যন্ত্রণা। চিকিৎসা না পেয়ে হতাশা, আতঙ্ক যাই হোক আর জি করে চিকিৎসা না পেয়ে চরম অনিশ্চয়তা
New post

Basanti puja, Basant Panchami : ২০২৫ সালে বসন্ত পঞ্চমী কবে পড়ছে? বাসন্তী পূজা ২০২৫

২০২৫ সালে সরস্বতী পুজোর শুভ সময় কখন? কবে পড়ছে বসন্তী পঞ্চমী! দেখে নিন। বাসন্তী পূজো ২০২৫ চৈত্র, আষাঢ়, আশ্বিন এবং মাঘ মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় দিনকে নবরাত্রি
New post

মুখে কৃষ্ণ নাম, মনে চোর, অমানুষ – অদিতি মুন্সির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা

জি বাংলার সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সি (Aditi Munsi) বর্তমানে তৃণমূলের সাংসদ। ভক্তি গানে তিনি সিদ্ধহস্তা। তার গাওয়া কীর্তন, হরিনাম মানুষের মনে গেঁথে আছে। গায়িকা হিসেবে তাকে সম্মান করেন