in , ,

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, প্রেসিডেন্সি জেলে পৌঁছল CBI-এর দল

#image_title

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা! তবে সিবিআই সূত্রে খবর আজই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। কারণ আদালতের নির্দেশ ছিল আজ রবিবার এবং সোমবারের মধ্যেই এই পলিগ্রাফ টেস্ট করাতে হবে সঞ্জয়ের। আর তার ভিত্তিতে আজ সকাল ১১ টা ৩০ নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌছলো সিবিআই আধিকারিকদের দল। সঙ্গে রয়েছে একাধিক কেন্দ্রীয় বাহিনী জানা গেছে সেই মতো প্রশ্ন মালাও তৈরি করে নিয়ে এসেছে সিবিআই আধিকারিকরা।

তিলোত্তমাকে ধর্ষণ-খুনের অভিযোগ জেরায় অস্বীকার করেছে সঞ্জয় রায়। তাই খবর সূত্রের। সেমিনার রুমে সে একেবারেই ঢোকেনি, সিবিআই জেরায় নাকি এমনটাই দাবি ধৃতের। ‘সেমিনার রুমে শুধু উঁকি মেরে দেখেছি’, সিবিআই জেরায় পদে পদে বিভ্রান্তিকর বয়ান সঞ্জয়ের! আর সেই কারণেই শিয়ালদহ আদালতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেন সিবিআইয়ের আধিকারিকরা। তারপরেই শিয়ালদহ আদালতের তরফে এই পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি আরও ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয় আদালত। শনিবারই সন্দীপ ঘোষ সহ এই ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে। বাকি ছিল এই সঞ্জয়। আজ প্রেসিডেন্সি জেলেই হবে তাঁর পলিগ্রাফ টেস্ট।

কিন্তু কীভাবে করা হবে এই পলিগ্রাফ টেস্ট। জানা গেছে, এই টেস্ট করার সময় ওই ব্যক্তিকে অর্ধ চেতন করে দেওয়া হয়। আর তাঁর জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। সেই জন্য শারীরিক অবস্থা স্বাভাবিক রাখতে চলে নজরদারি। এরপর নির্দিষ্ট প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করা হয়। কারণ ওই সময় সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে পারে না। আর তাই যে উত্তরের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিশদে জানা যায় সেই উত্তর পেতে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। মিথ্যা বললেই হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হয়। মিথ্যা বললে অনেকে ঘামতে থাকে। পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আদালতে গ্রাহ্য নয়। শুধুমাত্র এই টেস্ট থেকে তদন্তের সুত্র মিলতে পারে।

Avatar

Written by NewPost

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

We want justice

We want justice: আর জি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অব্যাহতভাবে বিক্ষোভ চলছে

Skin Care Tips: এক রাতেই ত্বক হবে উজ্জ্বল, ফেটে যাবে জেল্লা! শুধু এই কাজ করতে হবে