IPLখেলা

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক পান্ডিয়ার দল। সেই ম্যাচে বহুদিন বাদে মুম্বইকে চেনা ছন্দে দেখা গিয়েছিল আইপিএলে। আরসিবি’র বিরুদ্ধেও সেই ছন্দ অব্যাহত রাখতে পারবে কি না নীতা আম্বানির দল, তা নিয়ে জোর চর্চা ওয়াকিবহামহলে।

অন্যদিকে, এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন ছাপ ফেলতে পারেনি আরসিবি। টানা তিন ম্যাচে হেরেছে ফাফ দু’প্লেসির দল। যার মধ্যে দুটি ম্যাচ ছিল তাদের নিজেদের ঘরের মাঠেই। ব্যাটারদের দুর্দান্ত ফর্ম থাকলেও আরসিবি টিম ম্যানেজমেন্টকে আসলে চিন্তায় রেখেছে তাদের বোলিং বিভাগের ব্যর্থতা। অতীতের ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি বিরাট কোহলির দল। কিন্তু বিরাট কোহলি জানিয়েছেন তার  ভয়ের  কারণ হল বুমরাহ।,

Boom boom

অন্যদিকে, এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন ছাপ ফেলতে পারেনি আরসিবি। টানা তিন ম্যাচে হেরেছে ফাফ দু’প্লেসির দল। যার মধ্যে দুটি ম্যাচ ছিল তাদের নিজেদের ঘরের মাঠেই। ব্যাটারদের দুর্দান্ত ফর্ম থাকলেও আরসিবি টিম ম্যানেজমেন্টকে আসলে চিন্তায় রেখেছে তাদের বোলিং বিভাগের ব্যর্থতা। অতীতের ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি বিরাট কোহলির দল।

ওয়াংখেড়ের পাটা পিচে বড় রান হবে আশা ক্রিকেট বিশেষজ্ঞদের। যদিও, পিচে শিশির-এফেক্টের কারণে পরে ব্যাট করতে নামা দল বেশি সুবিধা পায় এখানে। দুই দলেরই ব্যাটিং শক্তি যেহেতু দুর্দান্ত, তাই বড় স্কোরিং ম্যাচ দেখা নিয়ে একপ্রকার নিশ্চিত অনুরাগীরাও।

RoKo

আজকের দুই প্রধান খেলোয়াড়ের দিকে নজর থাকবে।,

#@newpost.in

 

 

Shares:

Related Posts

IPL

RCB তার ঘরে হায়দ্রাবাদ কে হারাতে পারবে ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু হয়েছে টিম। বদলেছে লোগো। টিমে যোগ দিয়েছেন নতুন মাস্টারমাইন্ড। সব কিছু বদলেও যেন কিছুই বদলায়নি। এ বারের আইপিএলে আধডজন ম্যাচ খেলে পাঁচটিতেই হার। টুর্নামেন্টের শুরুটাই
IPL

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর
IPL

IPL 2024 List Bangla :: IPL 2024 :: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB, আই পি এল সূচি

লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর সাধারণ নির্বাচনের জন্য এদেশে নির্বিঘ্নে আইপিএল আয়োজন নিয়ে সংশয়
IPL

টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে দলকে ডুবিয়ে নিজের জন্য খেলেছেন পন্ত ?

টি-২০ ক্রিকেটে ঘাড়ের উপর ২৬৬ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলের চাপে পড়ে যাওয়াই স্বাভাবিক। এমন বিরাট টার্গেট তাড়া করতে হলে শুরু থেকে ব্যাট চালানো ছাড়া উপায়