in

অতিবৃষ্টিতে বন্যা  UAE-তে, মরুদেশে জলে ডুবল বিমানবন্দর

#image_title

বিগত বেশ কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রলয় দেখা দিয়েছে। অতিবৃষ্টির জেরে ভেসে যাচ্ছে একের পর এক শহর। বন্যার তোড়ে রাস্তা ডুবে গিয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইতে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল বেশ কিছুক্ষণের জন্য। এর জেরে একাধিক বিমানের গতিপথ বদল করা হয়। বাতিল হয় বহু উড়ান।  

এদিকে দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহির অন্যান্য শহরগুলিতেও বাসিন্দাদের নিজেদের বাড়িতেই থাকার অনুরোধ করেছে প্রশাসন। এই আবহে ওয়ার্ক ফ্রম হোম নীতি গ্রহণ করেছে বহু সংস্থা। স্কুলগুলি অনলাইনে ক্লাস নিচ্ছে। খলিজ টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, সেদেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুবাই, আবুধাবি এবং শারজায় অতিভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে।  

 প্রসঙ্গত, শুষ্ক জলবায়ু ও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরশাহি সহ উপসাগরীয় দেশগুলি। তবে সেই মরুদেশেই দেখা দিয়েছে বন্যা। ভাইরাল ভিডিয়ো ও ছবিতে দেখা গিয়েছে, অতিবৃষ্টির জেরে দুবাইয়ের একাধিক শপিং মল পর্যন্ত জলে ডুবেছে। এদিকে দুবাইয়ের একটি শপিং মলের ছাদ ধসে পড়েছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে।  

সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি, বাহরাইন ও ওমানেও প্রবল বৃষ্টি হচ্ছে। এই কারণে তৈরি হয়েছে বন্যা। যার জেরে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্রগুলি অচল হয়ে পড়েছে। এর আগে রবি এবং সোমে ওমানে অতিবৃষ্টি এবং বন্যার জেরে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এদিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরশাহির আল আইন ও সৌদি আরবের ক্লাব আল হিলালের। সেই ফুটবল ম্যাচটি স্থগিত করা হয় বাজে আবহাওয়ার জেরে।  

Avatar

Written by Subhankar giri

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

UPSC Result Updates:  UPSC তে  ৭ জন পাশ হলেন মমতার  কেচিং পড়ে

দক্ষিণবঙ্গে জেলায়  রাতের তাপমাত্রা  স্বাভাবিকের থেকে  ৫ ডিগ্রি পর্যন্ত বেশী